নারীদের অনুন্নতির জন্য নারীরাই দায়ী।
কয়টা নারী তার অর্থনৈতিক ও মানসিক উন্নয়নের জন্য কাজ করে।
বর্তমানে ৯০% নারীই কেবল তার শারিরিক উন্নয়নে কাজ করে, তাই আধুনিক ও আটসাট জামাকাপড়ের সাথে হট মেকাপ করাকেই জীবনের উন্নতি মনে করে।
তাই পুরুষরা তাদের ঐভাবেই নেয়, ভোগের বস্তু হিসেবে।
কিন্তু তারা মেকাপ ও হট পোশাকের টাকা দিয়ে পড়ালেখা করত এবং গুনের চর্চা করত তাহলে সেই কারনেই পুরুষরা তাদের পেছনে ছুটত।
বর্তমানে অবশ্য নারীরা তাদের সৌন্দর্যকেই আসল গুন মনে করে, তাই পুরুষরা সেটাকেই ব্যাবহার করে। নারীর ভুল ধারনা কবে ভাংবে জানিনা।
আমরা পুরুষরা যখন নারীদের পোশাক শালীনতা নিয়ে কথা বলি, তখন সবাই বলে পুরুষের চোখের দোষ। কিন্তু সেদিন যখন ভারতের সংসদের এক নারী নেত্রী নারীদেরকেই তাদের অশালীন পোশাকের জন্য দুষলেন, তখন আধুনিক নারীরা কোন কথা বলতে পারল না।
অনেক কথা বললাম আশা করি নারীরা ব্লগাররা, নারীদের প্রকৃত জাগরনে আরো পোষ্ট দিবেন। এখন নারীদের নারীরাই চালিত করতে পারে ভাল দিকে, পুরুষরা নয়। কারন পুরুষ বলে তো নারীদের পিছিয়ে রাখার জন্য -এই বাহানা দেয়া যাবে।