এ কিসের ইঙ্গিত, আইন কি সবার জন্য সমান? যুদ্ধাপরাধিদের বিচার চাই, কিন্তু আ’লীগ যেহেতু এদের বিচার করতাচে, তাই আ’লীগের একটু ভুল ত্রুটি হতেই পারে। এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হয়। এবং এনাদের জন্যে আইন সমান করলে কি অন্যায় হবে না? এনাদের জন্য আইন শিথিলযোগ্য, এনাদের রাষ্ট্রপতি ক্ষমা করুক ??? দেশটা কি ...?
বিশ্বজিৎ হত্যায় ছাত্রলীগ জড়িত নয় -স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও গ্রেপ্তার হওয়া আটজনকে কেন আদালতে হাজির করা হয়নি—সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
কেন ??? কেন ??? কেন তিনি এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান, বরং তিনি প্রমান করে দিতে পারতেন সাংবাদিকদের এই বলে যে ছবিগুলোতে দেখেন সবাই শিবিরের- ছাত্রদলের কর্মী ।
বিশ্বজিত হত্যাকাণ্ড: চিহ্নিতরা গ্রেপ্তার হয়নি
কেন ??? কেন চিহ্নিতরা গ্রেপ্তার হয়নি ???
যেখানে কোন প্রমান না থাকলেও কেবল সন্দেহের ভিত্তিতে আইনের বালাই দিয়ে দিনের পর দিন জেলে আটকিয়ে নির্যাতন করা হয় সেখানে এত ছবি আর বিভিন্ন টিভি চ্যানেলগুলোর ভিডিওতে যা দেখা গেল সেগুলো কি প্রমান নয়?
তারপরও কেন তাদের জন্য আইনের নির্দেশ মানা হয় না ?
আর যেসকল মানুষ এসকল ঘটনাকে নিছক বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যান, এবং নিজের দলের চামচামি করেন তাদের কি একটু মনে হয় না যে আজকে যদি উনাদের বাপ ভাই সন্তান মারা যেত তাহলে তারা কি করতেন?
আসলে যারা কোন ন্যায় নীতি না বুঝে শুধু স্বার্থের জন্য লীগ করেন, দল করেন, জামাত করেন তাদের কুকুরের মত মরার দরকার।
আসলে যতযাই হোক এতবড় দল একটু ভুল হতেই পারে, আমাদের দলে শিবির ঢুকে পড়েছে, এ নিশ্চয়ই যুদ্বাপরাধিদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য হয়েছে... এগুলো বলে যারা অন্যায়কে ঢাকতে চায় ও প্রশ্রয় দেয় তাদের মাঝে কি আপনিও ???
নাহলে যে যার স্থান থেকে প্রতিবাদ করেন, নিজের দলের লোক হলেও প্রতিবাদ করেন আর বিরোধি দলের লোক হলেও প্রতিবাদ করেন। মনে রাখেন আইন সবার জন্য সমান। তাহলে আপনিও সুবিচার পাবেন।