এক ব্লগার বললেন--
যদি দুবেলা পেটে খাবার দেন,
যদি আমার গায়ে আগুন না দেন,
যদি আমার বাচ্চাকে স্কুলে যেতে দেন,
যদি আমার মাকে সময় মত ডাক্তার এনে দেন, তাহলে হরতাল সমর্থন করি...আপনার জবাবে বলছি,
আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে, যারা এমন চিন্তা করে তাদের বলতে চাই...এই যে আপনারা সামনে দিয়ে বাঁশ খাওয়া মানতে পারেন না, কিন্তু পিছন দিয়ে অবিরত বাঁশ খাওয়ায় নিশ্চুপ থাকেন কেন???
আপনারা কি জানেন দ্রব্যমূল্যে উর্ধগতির কারনে কত মানুষ দুবেলা খেতে পারেনা...
আপনারা কি জানেন জানেন না যে, শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে কতজন নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে চায়...
আপনারা কি জানেন নির্মম হত্যা, বিচারহীন গুমের জন্য কত সন্তান তার পিতাকে হারিয়ে স্কুলে যেতে পারে না...
আপনারা কি জানেন জানেন না যে, অসহনীয় যানজট আর ভিআইপিদের জন্য(প্রধানমন্ত্রি, মন্ত্রি, প্রতিমন্ত্রি, এমপি, পুলিশের আইজি... তাদের আত্বীয়স্বজন বউ এমন হাজারো ভিআইপি আছে... বিপদে পড়লে চিনতে পারবেন) যখন রাস্তা বন্দ্ব করে রাখে যে এম্বুল্যান্সের গাড়িও দাড়িয়ে থাকে...
আসলে হরতাল করে যদি, এসব থেকে বাঁচা যায় তাহলে হরতালই শ্রেয়... আর বাংলাদেশে অধিকার আদায়ে হরতাল ছাড়া কি হয়??? ( কত নিঃশংস খুন হচ্ছে, প্রথম কয়েক দিন তো টিভি পত্রিকায় অনেক দেখায়, আরো দেখায় মিছিল-মানববন্ধন কিন্তু আপনারা কী জানেন না এদের বিচার বলতে অবিচার-দূর্নীতি ছাড়া আর কিছুই হয় নি)
আপনাদের কি মনে হয় বছরের পর বছর কষ্ট করার চেয়ে কয়েকদিন কষ্ট করা ভাল।
যদি মনে করেন কয়েকদিন কষ্ট করে কোন লাভ হয় নাই, তাদের বলব হরতাল হলে যদি বিদ্যুৎ-গ্যাস-তেলের দাম ১-বার বাড়ায় তবে হরতাল না হলে বিদ্যুৎ-গ্যাস-তেলের দাম ৫-বার বাড়বে।
আসলে হরতাল হলে আমরা নিজ চোখে বেশি স্পষ্ট দেখি, কিন্তু আমাদের চোখের আড়ালে কত কিছুর জন্য আমাদের জীবন যে কত কষ্ট পাচ্ছে তা দেখি না।
বি.দ্র. যারা চুরি করে অর্থ উপার্জন করেন তারা তেলবিদ্যুতের মূল্য-বৃদ্ধি কষ্ট পান না ও অন্যায় অবিচারের শিকার হন না, কারন তাদের মামুর এবং নেতাপোতার জোড় অনেক।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪২