আজ আবারো একটা জেতা ম্যাচ হারল বাংলাদেশ ক্রিকেট দল, শুধুমাত্র বলবো কৌশল ভুলের কারনে। আগে যখন কোচ জিমি সিডন্স ছিল তখন দেখতাম খালি শেষ ৫ ওভার ব্যাটিং পাওয়ার প্লে নিত। বলত এটাই বিশেষ কৌশল।
আবার এখনকার নতুন কোচ ব্যাটিং পাওয়ার প্লে নেয় ১৫ ওভার আগে। যাইহোক এটা নিয়ে কোন প্রশ্ন থাকলেও যেহেতু উইকেট পড়েনি তাই কোন আক্ষেপ নেই, কিন্তু যদি উইকেট পড়ত তাহলে ১৫ আগেই বাংলাদেশ খেলা হারত।
তাই ৪০-৪৫ বা ৪২-৪৭ পাওয়ার প্লে নেয়া যেত।
আর কোচের কথা আরো কি বলব, যেখানে ৪০ বলে ৩৯ রান দরকার, হাতে আছে ৪ উইকেট তখন সিংগেলে খেলেই বাংলাদেশ শেষ ওভারে ১০-১২ দরকার থাকলেও হয়ত বা জিততে পারত। কিন্তু নাসির হোসেন আউট হবার রাজ্জাককে পাঠানো হয় তারপর মাশরাফিকে,...ছক্কা মারতে পাঠানো হয়। কি দরকার...... শেষ পর্যন্ত আউট হল।
অথচ ওরা আউট হবার পর ঠিকই শাহাদাত ঠেকিয়ে খেলে, এই খেলাটা অন্যরা খেললেই সাকিব নিজ থেকে কিছু করার জন্য আরো সাহস পেত, হতাশ না হয়ে। আর কোচ বা খেলোয়াড় যারই এমন কৌশল ছিল রাজ্জাককে আগে নামিয়ে আর মাশরাফিকে দিয়ে ছক্কা মারার... তার পরিনতি শেষ ২ ওভার ২২ রান। অতঃপর সাকিবের একাই আকাশ কুসুম করার পাগলামিতে হয়ে গেল আরেকটা পরাজয়।
হারার মুল কারন... রাজ্জাক, মাশরাফি,(এরা উপরের নির্দেশ পালন করেছ মাত্র মনে হচ্ছে...) শফিউল, শাহাদাত এই চারজন সবাই মিলে মোট ৪ রান তো করতে পারলই না, সাকিবের জন্য উইকেটগুলোও টিকিয়ে রাখতে পারল না।
আর বোর্ডের কোন ভুল বা অন্যায় নিয়ে কথা বললেই দল থেকে বাদ, অধিনায়ক থেকে বাদ, তাই খেলোয়াড়াই পুতুল হয়ে গেছে। আর বোর্ডকে তেল মারতে পারলে খারাপ খেলেও দলে থাকা যায়!!!
মুশফিক তো একটু মুখ খুলেছিল, তার মুখে এমন তালা দেখানো হয়েছে যে নিজের স্বার্থে মুশফিক পুতুল হয়েই থাকবে,,, আর দেশের স্বার্থে ইচ্ছা হলে কিছু বলতে পারে।
তাই খুব কষ্টে বলছি (কারন বাংলাদেশ ক্রিকেটকে ভালবাসি)...... বোর্ড আর কোচের কারনেই কী বাংলাদেশের ক্রিকেট আর কখনই উন্নত হতে পারবে না?
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১২ রাত ১০:৪২