কত বড় অপরাধী ছিলেন শফিক রেহমান? এক খুন নাকি দুই খুন করেছেন? আসলে খুন করা বড় অপরাধ সবাই জানে কিন্তু আমাদের দেশ বলে কথা এখানে খুনের চেয়ে বড় অপরাধ হলো সরকারের সমালোচনা করা।
চিন্তা করার বিষয় প্রবীন একজন মানুষ যিনি ৮০ বছর পার করেছেন তার জীবনের কিন্তু ভাবতে অবাক লাগে এমন প্রবীন মানুষকে ৫ দিনের রিমান্ড? সরকারের সমালোচনা করা কি এতই বড় গুনাহ আমাদের দেশে? হ্যা এ কথা আলাদা যে মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করার যে কথা বলা হচ্ছে তার মধ্যে বিন্দু মাত্র সত্যতা নেই চাইলে গণভোট করে দেখে নিতে পারেন। তবে হ্যা যদি এরুপ সত্যিই হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি অপরাধী কিন্তু সরকারের মনোভব বলছে অন্যকথা। হত্যার ষড়যন্ত্র নাকি তারচেয়ে বড় অপরাধ সরকারের সমালোচনা।
আমাদের দেশে ৭ খুন করার পরেও নুর হোসেনকে রিমান্ডে নেওয়া হয় না কিন্তু সরকারের সমালোচনা করলে একজন বুড়ো মানুষকে ৫ দিন রিমান্ড।
আমাদের দেশে প্রকাশ্যে নির্মম ভাবে বিশ্বজিতকে হত্যাকারীদের জামিন মঞ্জুর করা হয় কিন্তু সরকারের সমালোচনা করলে একজন বুড়ো মানুষকে ৫ দিন রিমান্ড।
আমাদের দেশে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোপট হলেও মামলা চেপে যায়, কিন্তু সরকারের সমালোচনা করলে একজন বুড়ো মানুষকে ৫ দিন রিমান্ড।
যাক আর বললাম না কারন জানি এরুপ উদাহরন দিতে থাকলে হয়তো শত শত পৃষ্টা অপচয় হওয়ার সম্ভাবনা থাকে।
কবে জানি না আর কবে সরকারের শুভ বুদ্ধি উদয় হবে। কবে বিরোধী মত দমনের সংস্কৃতি বন্ধ হবে। একটি সরকারের সমালোচনা হতেই পারে কারন পৃথিবীর কোন সরকার বুকে হাত রেখে বলতে পারবে না যে তারা ১০০% করে দেখিয়েছে, সব দেশের সব সরকারের সমালোচনা হয় কিন্তু কোন দেশে এরুপ দেখেনি যে সরকারের সমালোচনা করলেই হয়তো গুম,হত্যা কিংবা তাকে রাষ্ট্রদ্রোহ মামলার সম্মুখিন হতে হয়।
আশা করি সরকারের শুভ বুদ্ধি হবে অতিসত্ত্বর। কারন এই শুভ বুদ্ধি উদয় না হলে এর মাসুল দিতে হবে। দেশের জনগনের মধ্যে কিরুপ মনোভব কাজ করছে তা একবার ভেবে দেখা দরকার সরকারের। অতিতে অনেকে পাকাপক্ত করতে চেয়েছে এবং করেছিলো ঠিক কিন্তু বাস্তবতা হলো তা কিন্তু চিরস্থায়ী হয়ে থাকে নি। তাই সবাইকে নিয়ে মিলে মিশে থাকার মধ্যেই দেশের এবং দেশের মানুষের কল্যান নিহিত।
আর যদি অপরাধীকে শাস্তি দিতেই হয় তাহলে আগে ৭ খুনের আসামী নুর হোসেনকে দিন, বিশ্বজীতের খুনীদের দিন, ব্যাংক লুটকারীদের দিন, একজন বুড়োকে ধরে ৫ দিন রিমান্ড নিয়ে সরকারের জনপ্রিয়তা বেড়েছে নাকি ধসেছে পারলে যাচাই করে নিতে পারেন............