একটা গানে কম্পোজের জন্য একটা লিরিক লেখার চেষ্টা করলাম।
==========================
স্বপ্নগুলো আজ ছোয় না আকাশ
ভর করে সোনালী ডানায়
কল্পনা তেপান্তরের মাঠ দেয় না পারি।
অলস সময় নেয় না আমায়
স্মৃতি বিস্মৃতির গোলক ধাধায়।
হেটে চলি আমি গভীর কোলাহলে
নিশব্দে, নিথর বোবা হয়ে
পিচ ঢালা এই পথটা যায়না নিয়ে আমায়
তোমারি হাত ধরে, ওয়ান মাইলেজ রোডে।
রূপালী আলোয় হয়না একাকার
এই আমার মাটির ঘর
যায়না ভেংগে আর,
ছোট্ট আমার, ছোট্ট সব আবদার
[অব]হেলায় তোমার।
শুনবনা আমি আর
তোমারই যত, অনুনয় শত
যেতে ফিরে ঘরে আর একটিবার।
হেটে চলি আমি গভীর কোলাহলে
নিশব্দে, নিথর বোবা হয়ে
শত প্রার্থনা আমার দেয়না ফিরিয়ে আমায়
একটি পলকের জন্য সত্যি তোমায়।