আজকে সামুতে লগ ইন করে দেখলাম যে, আমার ব্লগিং এর বয়স ১ বছর ৫ ঘন্টা। ভালো লাগলো। কলেজ জীবনে লেখালেখা করার অভ্যাস ছিলো, ভার্সিটি জীবনে আর সেটা ধরে রাখতে পারিনি। এখন চাকুরী জীবনে ব্যস্ততা থেকে পালাতে ব্লগ লিখি, কখনও বা একাকীত্ব দূর করার জন্য লিখি।
লেখালেখি করার মূল উদ্দেশ্য ছিলো জীবনের ছোট ছোট আনন্দের মূহুর্তগুলোকে কাগজে কলমে বন্দী করা যেনো সেগুলো হারিয়ে না যায় অসংখ্য স্মৃতির মাঝে।আর সেগুলো পড়ে যদি কেউ আনন্দ পায় সেটাও তো অনেক বড় পাওয়া।
আড্ডা দিতে বা উৎসব মুখর পরিবেশে সবসময় অংশ নিতে ভালো লাগে। বন্ধুরা বলে আমি নাকি জোকার, সবাইকে নাকি গল্প বলে হাসাতে বা আনন্দ দিতে পারি। সে গল্পগুলোই ব্লগে লিখি।
পড়তে ভালো লাগে মানুষের অনুভূতিগুলো। খারাপ বা বিরক্ত লাগে রাজনীতি বা ধর্মীয় কোন্দলের লেখাগুলি।অনেক লেখা পড়ে আবার ঈর্ষা জেগে ওঠে মনে, কিভাবে মানুষ এতো চমৎকার করে লিখতে পারে।
সামুতে সবচে' যেটা ভালো লাগে, সেটা হলো কখনো মনে হয়না আমি একা আছি। মনে হয় অনেক মানুষের ভিড়ে বসে উচ্ছলভাবে গল্প শোনাচ্ছি সবাইকে আর সবাই খুব আগ্রহভরে বসে বসে শুনছে।
সামুকে অনেক ধন্যবাদ। আর সব ব্লগারদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কারন আপনাদের লেখাগুলো আমাকে প্রতিনিয়ত মনের খোরাক যোগান দেয়, আমাকে অনেক বড় মনের মনুষ হতে অনুপ্রেরণা যোগায়।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮