ভদ্র মানুষেরা ক্যান স্ল্যাং এর ভাবানুবাদ করতে পারেন না? কোথায় বাঁধে তাদের, এটা মানতে (তারা বুঝেন যদিও) যে শব্দ নির্দোষ, প্রয়োগেই তা শালীন অথবা অশালীন হইয়া ওঠে। তারা সব কিছুর ভাবানুবাদ করতে পারেন, কিন্তু এই জায়গায় এসে কট্টরপন্থি হইয়া ওঠেন ক্যান?
মনে হয় তাদের মন মগজে এটা স্থায়ীভাবে গাঁইথা দেয়া হইছে যে, এইসব শব্দ 'ইতর শ্রেণীর' বা ছোটলোকের, এগুলা ভদ্দর লোকেরা ব্যবহার করে না। অবশ্য এখন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে পোলাপান এফ অদ্যক্ষরে অভ্যস্থ হইয়া গ্যাছে। সেইখান থেকে 'চ' অদ্যক্ষররে গ্রহণ করাও শুরু করছে।
এটা বোঝানোর জন্যে অবশ্য ভার্সিটিতে বেশ ভালো একটা প্র্যাক্টিস হয়। 'পরিচয়পর্বে' কচি পোলাপানগুলারে 'তুই কি অমুক ভাইরে চু*স?' এবং এ টাইপের আরো অনেক কিছু জিগানো হয়, কওয়া হয়। এইখানে এই শব্দের অর্থ 'পাত্তা দেয়া'। তবে এটা আরো ইন্টেন্স। শব্দগুলা ট্যাবু হওয়ার কারণে এগুলা আরো বেশি হিট করে। পোলাপান যদিও তখন এইসবের কারণে ঝামেলায় পড়ে তবে এরকম চর্চার কারণেই অনেকেই এইসব শব্দগুলার নির্দোষ কিন্তু ইফেক্টিভ সাইড দেখতে সামর্থ্য হয়।
তারা এসব কিছুরে দৈনন্দিন এক্সপ্রেশন হিসেবে ইউজ করতে পারে। ভালোভাবে হজমও করতে পারে। এক্সপ্রেশন হিসেবে এইসব শব্দ বেশ শক্তিশালী হাতিয়ার হিসেবে কামে দেয়। আর তারা এটাও বুঝে যে সাইয়েদ জামিল বা অন্য কারো লেখায় এইসব শব্দ থাকা মানেই সেটা অশ্লীল না।
হিমালয় ভাইয়ের নামহীন দামহীন বই পড়তে গিয়া স্ল্যাং লইয়া একটু আলাপ দেইখা এইসব গ্যাঁজাইতে মন চাইলো আর কি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩