বুজুর্গ কইলেন, বাছা, ঈশ্বর তোমার সব কথা শোনেন;
সব প্রার্থনা পৌঁছায় তাঁর কানে।
জিগাইলাম, ঈশ্বর কি তাইলে আমার প্রেমিকার মতো?
যে মেসেজ সীন করে কিন্তু রিপ্লাই দেয় না!
আমি আপনার লগে কম্যুনিকেট করতে চাই হে ঈশ্বর।
নবী মূসার মতো তূর পাহাড়ে চড়ার সামর্থ্য আমার নাই।
নবী মুহম্মদের মতো পূত-পবিত্র নয় আমার চরিত্র।
ক্যাম্নে হইবো আমাদের কম্যুনিকেশন?
রক্ত-মাংসের মানুষরে আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয়না নিজেরেও।
শুধু আপনারেই আমি সমর্পণ করতে চাই আমার সমস্ত বিশ্বাস।
কিন্তু সেই বিশ্বাসের বিনিময়ে এতটুক আশ্বাসও দেবেন না?
দিতে যে হয় বুঝেন না?
বুজুর্গ কইলেন, বাছা, ঈশ্বর তোমার সব কথা শোনেন;
সব প্রার্থনা পৌঁছায় তাঁর কানে।
জিগাইলাম, ঈশ্বর কি তাইলে আমার প্রেমিকার মতো?
যে মেসেজ সীন করে কিন্তু রিপ্লাই দেয় না!
আমি আপনার লগে কম্যুনিকেট করতে চাই হে ঈশ্বর।
নবী মূসার মতো তূর পাহাড়ে চড়ার সামর্থ্য আমার নাই।
নবী মুহম্মদের মতো পূত-পবিত্র নয় আমার চরিত্র।
ক্যাম্নে হইবো আমাদের কম্যুনিকেশন?
রক্ত-মাংসের মানুষরে আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয়না নিজেরেও।
শুধু আপনারেই আমি সমর্পণ করতে চাই আমার সমস্ত বিশ্বাস।
কিন্তু সেই বিশ্বাসের বিনিময়ে এতটুক আশ্বাসও দেবেন না?
দিতে যে হয় বুঝেন না?
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২