এ পোস্টের সারাংশ আগেই বলে দেইঃ
"ছেলেদের সেক্সুয়াল ফ্যান্টাসির খোরাক যোগায় পর্নোগ্রাফী আর মেয়েদের ক্ষেত্রে এ দায়িত্ব পালন করে প্রেমের উপন্যাস, পর্নোগ্রাফী নহে।"
.
কলেজ লেভেলের ছাত্র ছাত্রীদের উপর চালানো একটা বেশ ইন্টারেস্টিং গবেষণার কথা বলি।
.
কলেজের কিছু ছাত্রদের বলা হয়েছিল তারা অচেনা ছাত্রীদের সামনে গিয়ে বলবেঃ
"এই মেয়ে শোন, তোমাকে অনেক দিন ধরেই ক্যাম্পাসে দেখছি। তুমি খুবই আকর্ষণীয়।"
তারপর তিনটি প্রশ্ন করবে।
"১। তুমি কি আমার সাথে ডেটে যেতে ইচ্ছুক?
২। তুমি কি আমার সাথে আমার এপার্টমেন্টে যেতে ইচ্ছুক?
৩। তুমি কি আমার সাথে সেক্স করতে ইচ্ছুক?"
.
ফলাফলে দেখা গেছে ৫০% ছাত্রী ডেটে যেতে রাজি হয়েছে, ৬% এপার্টমেন্টে আর সেক্স করতে? ০% ।
খেয়াল কৈরা এটা কিন্তু কোন রক্ষণশীল দেশে চালানো গবেষণা না। বরং পশ্চিমা আধুনিক দেশেরই। সেখানের মেয়েদের কাছেও এই কথা নেই বার্তা নেই এসেই সেক্সের অফার দেয়াটাকে অপমানজনক মনে হইছে।
.
এবার আসুন উলটো গবেষণার ফলাফল দেখি অর্থাৎ কোন মেয়ে যখন কোন ছেলেকে উপরের প্রশ্নগুলি করে তখন দেখা গেছে সাথে সাথে ৫০% ছেলে ডেটে যেতে রাজি হয়েছে, ৬৯% এপার্টমেন্টে যেতে, আর
সেক্স করতে রাজি হইছে!!!!
প্রায় ৭৫%
.
আসলে পুরুষের সেক্স বেশীরভাগ সময়ই যান্ত্রিক। এটা ইমোশনের খুব একটা ধার ধারে না। তারা বহু পার্টনারের সাথে সেক্সুয়াল ফ্যান্টাসিতে ভোগে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে বিষয়টা ব্যাতিক্রম তাদের ইমোশনের কচকচানি বেশী পছন্দের। যান্ত্রিক সেক্স নয় বরং তাদের কাছে সেক্সুয়াল রিলেশন অনেকটাই ইমোশনের সাথে সম্পর্কিত।
.
যাহোক পুরুষের এই উগ্র সেক্সুয়াল ফ্যান্টাসির খোরাক যোগাতে বাজারে ভরে আছে এত এত ওয়েবসাইট হার্ড, সফট, থ্রি সাম,গ্রুপ ইত্যাদি নানা টাইপের জিনিসপাতি। এসবের গ্রাহক প্রধানত পুরুষই মেয়েরা তুলনামূলক কম। (প্লে বয়ের আদলে প্লে গার্ল চালানোর চেষ্টা করা হইছিল। ওটা নাকি চলে নাই .
.
তো মেয়েদের এইসব পছন্দ না হলে তাদের ফ্যান্টাসির খোরাক যোগায় কে? এনাদের জন্যে আছে প্রেম নিয়া ইমোশনাল সব গল্প, উপন্যাস আর সিনেমা। এনাদের জন্যেই আবেগের পশরা সাজিয়ে ইমদাদুল হক মিলনরা বিখ্যাত লেখক হয়ে যান, যদু মধুরা হয়ে যায় ফেইসবুকে সেলিব্রেটি লেখক।
.
একটা কথা শুনে থাকবেন হয়তো কবি-সাহিত্যিকরা একটু লুচু টাইপের হয়। আসলে তাদের কোন দোষ নাই । বরং সত্যি কথা হল তাদের আবেগী প্রেমের লেখালেখি দেখে নারী সমাজই গলে যায় আর গলে গিয়ে ঢলে পড়ে। আর পুরুষ মানুষ কতই নিজেরে দমাইয়া রাখতে পারে বলেন ।
.
যাক সবশেষে একটু ফ্রী উপদেশ।
আপনি কি ফেইসবুকে নারীসমাজে পপুলার হতে চান?
-তাহলে আজই বালছাল লেখা বাদ দিয়ে প্রেম নিয়ে আবেগী লেখালেখি প্রাক্টিস করুন। সফলতা গ্যারান্টেড, বিফল হলে পয়সা ফেরত।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৭