#পরকীয়া
পরকীয়াকে কি করে কেউ সমর্থন করে আমার জানা নেই। এক সাথে দুটো বা তার অধিক মানুষের সাথে কি করে লুতুপুতু করা যায় তাও জানা নেই।
কোন ভাবেই কি একে সমর্থন করা যায়? আপনি যেভাবে প্রতারিত করে যাচ্ছেন বিশ্বাস নিয়ে থাকা আপনার পাশের মানুষটার সেটার ফল কখনো ভালো হবার কিন্তু নয়। একদিন ঘুরে ফিরে এমন পালটা প্রতরণার স্বীকার আপনি হবেন যেখানে ঘর সংসার সব হারাবেন। অবশ্য যদি আপনার পাশে থাকা মানুষটা ব্যক্তিত্বসম্পন্ন হয় তবেই। যদি সে আপনাকে ছেড়ে আসার ক্ষমতা রাখে তবেই। আর যদি মেরূদণ্ড তার না থাকে তবে চালিয়ে যেতে থাকুন। আপনারই দিন তবে।
আপনি কিসের দোহাই দিবেন, প্রযুক্তির? প্রযুক্তি আপনাকে নষ্ট করেছে এই কথা বলবেন? প্রযুক্তি তো তার হাজার দুয়ার খুলে রেখেছিল কিন্তু আপনি কি বাছাই করলেন? করলেন সেই নোংরা দিকটাই। কোন ছেলে/মেয়ে একটু হেসে কথা বললেই আপনি কুপোকাত। কই অন্য কেউ তো হলো না। হাজার রকম চ্যাট বক্স আসছে নিত্য নতুন সবগুলোতে আপনি আছেন। কোন মেয়েদের /ছেলেদের কষ্ট আপনি নিতে পারেন না আবার কিন্তু ঘরে আপনি নিজেকে দেখাচ্ছেন অসম্ভব কেয়ারিং, ভালো মানুষের রূপ দেখিয়ে।
আপনার মতে এসব ছোট খাটো দুষ্টামি, এগুলা করাই যায়। কি হয় করলে। যখন আপনার পাশের মানুষটিও এই ছোট খাটো দুষ্টামি শুরু করবে তখন মেনে নিতে পারবেন তো? সেই সাহস রাখেন তো?
মুখোশ কিন্তু বেশিদিন পরে থাকা যায় না, যদি পাশে থাকা মানুষটার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ থাকে তাহলে অবস্থা বেগতিক হবে। হুট করে সব ছেড়ে লোপাট হবে সুখ, সেদিন কোন সুখপাখি আপনার মাথায় হাত ভোলাবে দেখে নিয়েন।
অযত্নে ভালবাসা মরে যায়, সম্মান মরে যায় ভুলে যাবেন না। আপনার এমন কাজ দেখেও না দেখার ভান কিন্তু আপনার পাশের মানুষটি বেশি দিন করবে না। তাকে এমন সারপ্রাইজ দিলে তার থেকেও এমন সারপ্রাইজ পেলে কিন্তু অবাক হবেন না। অবহেলা এমন পরিস্থিতি আনতেই পারে আপনার সামনে।
__ আ নি সা
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬