গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত মনে হচ্ছে ভয়ংকর কোন দুঃসংবাদ আমার কাছে আসবে। আমার পুরো ভীতটা নাড়িয়ে দেবে। ভাবলেই হাত পা অসাড় লাগে। টের পাই হার্টবিট বাড়চ্ছে, মাথাটা ঘুরচ্ছে। ঝাপসা হয়ে আসছে আমার মধ্যবিত্ত ভালবাসা। অদ্ভুত একটা ভয় কাজ করছে।
যেখানে ঘড়ির কাটা রাত বারোটা ঘরে যাবার সাথে সাথেই তোমাকে ফোন করা হতো, সেখানে আজ এক ভয় কাজ করছে। মন বলছে যদি এখানেই বলো তুমি সব শেষ।। মনে হচ্ছে যদি হাজার চাকচিক্যের আড়ালে হারিয়ে যায় আমার সাদামাঠা আবেশের প্রেম। যদি তুমিও মেনে নাও আমার মন খারাপের দিনের সেই কথাটা, যেখানে বলেছিলাম কথা দিলে কথা রাখতে হবে এমন কোন কথা নেই। তবে... ঠিক তবে কি হবে...? এর বেশি ভাবতে পারছি না।
তোমায় আজ আমি ভয় পেতে শুরু করেছি। তোমায় মনে হচ্ছে কালো কাপড় দিয়ে মোড়ানো কোন জল্লাদ, যে কোন সময়ে মৃত্যু পরোয়ানা জারী করবে তুমি। আমায় বলবে হলো না কিছুই, সিস্টেমে আমার পরিচয় লাল কালি দিয়ে কেটে দেওয়া হয়েছে। এই সুন্দর দুনিয়ার কোন কিছুতেই আমাকে আর দরকার নেই। আমি ভয় পাচ্ছি, আমি ভয়ংকর রকম ভয় পাচ্ছি।
মনে হচ্ছে কচ্ছপ হয়ে যাই, খারাপ থাকা ছুঁতে আসলেই খোলসে লুকিয়ে যাবো। তাহলে খারাপ সংবাদ আমাকে খুঁজে না পেয়ে চলে যাবে। মৃত্যু পরোয়ানা জারী করা হবে না আমার নামে, লাল কালির দাগে কাটা হবেনা আমার নাম। আমার সাধারণ সাদামাঠা প্রেম টিকে যাবে অলঙ্কারিত প্রেমের ভিড়ে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:১২