মাঝে মাঝে যখন আমাদের খারাপ সময় যায় তখন আমরা দুইজনই খুব স্বাভাবিক থাকার আচারণ করি। ঠোঁটে হাসি থাকি, হালকা হালকা মজার কথাও থাকে। যেনো কোথাও কিছু হয়নি টাইপ। তাও কিন্তু আমরা টের পাই মন খারাপ আমাদের। কিন্তু আমরা কেউ কারো কাছে তা জানাতে চাইনা। কারণ, কেউ চাইনা একজনের মন খারাপের কথা শুনে পাশের জনও কষ্ট পাক।
তবে মাঝে মাঝে মনে হয় একসাথে দুইজনের মন খারাপ না হলেই হয়তো ভালো। একসাথে হলে যেটা হয় দুইজনকেই কমা মুডে চলে যেতে হয়। এর থেকে যদি আলাদা আলাদা সময়ে হয় তাহলে একজন আর একজনকে ঠিক করে ফেলতে পারে, নানা রকম দুনিয়াছাড়া কাজ কাম দিয়ে।
আর তা যদি নাই হয় তাহলে কি আর করার, হোক একসাথেই মন খারাপ। কাটুক একটা দিন একটু ঝিমিয়ে। কাটুক একটা দিন কোন এক মন খারাপ করা গান শুনে।
মোরাল অফ দ্যা স্টোরি : প্রথমদিনের মন খারাপ করা থেকে শিক্ষা নিয়েছি, যদি দু'জনের প্রতি দু'জনের বিশ্বাস থাকে তবে সব খারাপ থাকা কাটিয়ে ওঠা যায়, সব মন খারাপ করা উড়িয়ে দেওয়া যায় বিশ্বাসের জোরে।