জীবনের পথে পথে চলতে চলতে উপলব্ধি করি
মানুষ মূলত একা
তবুও মনে পড়ে তোমার আলিংগন
অনুভূতিতই পাই যেন মৃত্যুর স্বাদ
প্রেম সে কি মৃত্যুরই অন্য নাম
পরষ্পর হাত ধরে এগিয়ে চলে
নির্জন নদীর জলরেখা ছুঁয়ে
স্মৃতিভূক প্রেমের চক্রপথে
তোমার সোনালী আলো
প্লাবনের মত ফিরে ফিরে আসে
যন্ত্রনার যাঁতাকলে পিষ্ট হতে হতে
ভাবি, একি প্রেম না মৃত্যু
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪