হাওয়ালেখ ২
ঘোর লাগে প্রপেলারে। কার গায়ে জেগে থাকে
ওই মেরুন রাত্রিবাস? দ্যাখো মানুষপুতুল,
লৌহকারখানা থেকে উঠে আসে কেমন
সুগ্রীব বিমানের ঝাঁক! আমাদের আশ্চর্য
এ্যারোড্রোমগুলো ডানা ভাঙার আর্তনাদে
ভরে ওঠে। মানুষ জেনে গেছে পতনের শব্দ
মূলত জাগতিক সংকেত এক, পুনরায় জেগে ওঠার।
ফলে বাতাসের গান বাজে, তরঙ্গ লিখে রাখে
আয়নোস্ফিয়ার।
_________
আন্দালীব