মাংসের গভীরে
নেমে আসে মন্দ্রধ্বনির বাঘ।
এই কস্তুরীঘ্রাণ মাদকের মত লাগে!
আমাদের শিরায়-শিরায় ছোটে
বিপুল ক্লোরোফিল।
মাংসের গভীরে তৃণমগ্ন হরিণের
নিবিষ্টতা আঁকা থাকে।
এই অস্পষ্ট মৃগয়ায় যারা চলে গেছে
নিরজনে, দূর ছায়ার অরণ্যে -
তাদের গমনপথে অচেনা রঙের ফুল
ফুটে থাকে! আর হীরে হয় নদীজল।
হরিণের নাভিমূলে সুনিশ্চিত
এক হননের ইশতেহার লেখা থাকে।
------------
আন্দালীব