অগ্নিপল্লব
পুড়ে যাচ্ছে মহাগ্রন্থ, অনিঃশেষ যৌনগণিত ! বিষণ্ন বৃক্ষের
কাছে ফিরে আসছে স্পর্শরেণু। মধুভাণ্ড চূর্ণ হচ্ছে। আকাশে
উড়ে বেড়াচ্ছে গুচ্ছবেলুন। আমাদের চিঠিগুলো সব পুড়ে
ফেলা হচ্ছে ! মেঘের শরীরে জাগছে বায়ুবেগ, বিরহজনিত ভুল!
শিশুদের ব্যাগে আমরা রেখে দিচ্ছি ব্যগ্র ছুরিকা, লৌহপিস্তল।
যদিও এইসব শংকার কথা নয়; শংকা আসলে গুচ্ছবেলুন।
তার সাথে বিনয়ী বৃক্ষের দল। শংকা আসলে অগ্নিপল্লবে ফুটে
ওঠা এক আশ্চর্য নতমুখী ফুল।
______
আন্দালীব