০১
বুকের ভেতর ময়ূরপঙ্খি নদী
নদীর বুকে তোমার ছোট্ট নাও
সে নায়ের হাল তোমার হাতেই ধরা
ঢেউয়ের সঙ্গে স্বপ্নলোকে যাও
যেতে যেতে গাইতে পারো গান
তোমার সাথে সুর মেলাবে হাওয়া
সেই নদীটা থাকুক সঙ্গোপনে
ইচ্ছে মতো তোমার আসা যাওয়া।
০২
আকাশে দারুণ মেঘ ঢেকে রাখে সূর্যের আলো
মন আমার কেন জানি আজকাল খুব অগোছেলো
এমন মেঘলা দিনে আমি আজ বেশ চুপচাপ
মেঘেই আমার ভাল, তোর থাক সূর্যের তাপ।
০৩
বন্ধ করো চোখ, মুখে থাকুক হাসি
স্বপ্নের হাত ধরো, এবার ঘুরে আসি
হয়তো পাহাড় চূড়ায় কিংবা নদীর তীরে
ভাল লাগার হাওয়া থাকুক তোমায় ঘিরে।