মেঘ জমেছে আকাশে,হয়তো বৃষ্টি আসবে।
বসন্তের গাঢ় নীল আকাশে কালো মেঘ মানায় না,দেখতে খারাপ লাগে খুব খারাপ।
খোলা আকাশের নীচে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে অন্তু,মানুষের মন খারাপ হলে আকাশও কাঁদে দেখা যায়! অবশ্য আজকালকার কর্পোরেট দুনিয়ায় সবই সম্ভব।
হাতের সিগারেট পুড়ে ছাই হচ্ছে সেদিকে মনযোগ নেই,মনযোগ কেবল সৃষ্টিকর্তার বিরুদ্ধে অভিযোগের খাতায়।
গতকাল জেল থেকে বের হয়ে অন্তু খবর পায় অর্ণির বিয়ে হয়ে গেছে! ছন্নছাড়া হয়ে অভিযোগ জমা করা ছাড়া এখন আর কিছুই করার নেই অন্তুর।
অন্তু এই মুক্তি কামনা করেনি,
তার জেলেই ভালো ছিল! অন্তত কিছু স্বপ্ন আর আশাতো ১৪ শিকের ভেতরে বদ্ধ ঘরে বেঁচে ছিল।
কারামুক্তির সাথে সাথে স্বপ্নগুলোও মুক্তি নিলো চিরতরে।
আকাশ কাঁদছে!
এই বৃষ্টির পানিতে অন্তু নিজের চোখের জল লুকোনোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে...
পুরুষ মানুষের কাঁদতে মানা,কিন্তু কিছু নিয়ম কিছু সময় মন মানতে চায় না।
ছাদের কোণায় দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে অন্তু! কিন্তু ঝাঁপ দেয়ার সাহস অন্তুর নেই।
সবাই তো পর্দার নায়ক হয়না,কেউ কেউ সাধারণও হয় ; খুব সাধারণ।
বৃষ্টিস্নাত রোমান্টিক রাতে অর্ণি আর তার স্বামীর রোমান্টিক দৃশ্যের কথা অন্তু ভাবতে চায়না কিন্তু তবুও ভাবনায় চলে আসে। নিয়ম করে ভাবনার সীমারেখা বরাদ্ধ করার প্রয়োজন ছিল।
টুপ টুপ বৃষ্টির শব্দ বাড়ছে,
বাড়ছে বিরহ।
বুকের বাম পাশের ব্যাথা সেই সাথে আজেবাজে ভাবনা থেকে বাঁচার একমাত্র উপায় ঘুম।
কিন্তু বিরহ নিয়ে কি আর চোখে ঘুম নামে!
একটু প্রশান্তি, ব্যাথা থেকে মুক্তি কেবল দিতে পারে ফার্মেসী থেকে কেনা ১৭ টা বোপাম।
ঢাকার আকাশে রাত নেমেছে।
গভীর রাত, অন্ধকার রাত।
অর্ণির গালে ঠোঁটে নতুন তবুও চিরচেনা মানুষটা কামড়ের দাগ বসাচ্ছে,অর্ণি তাকে জড়িয়ে সুখেই আছে।
আনিকা কাঁদছে,পাশে দাঁড়িয়ে আছে সবুজ আর সায়েম দৃষ্টি কেবল অন্তুর ঘুমন্ত শরীরের দিকে।
অন্তু ঘুমোচ্ছে শান্তির ঘুম, যে ঘুম কোনদিন ভাঙ্গবে না।
পরদিন পত্রিকায় হাজাড়ো কলামের ভিড়ে একটি হেডিং ছিল " রাজধানীতে অধিক মাদকাসক্ত হয়ে এক যুবকের মৃত্যু"
হেডিংটা অর্ণির চোখের পড়েছিল কিন্তু বিস্তারিত পড়ার সময় এখন অর্ণির হাতে নেই।
সে এখন খুব ব্যস্ত নতুন সংসার নিয়ে।
পুরোনো সংবাদপত্রের স্তুপে আজকের এই পত্রিকাটিও পড়ে রইলো।
অর্ণি জানবে না এই মাদকাসক্ত ছেলেটির মৃত্যু সংবাদই ছিল তার প্রিয় কারো মৃত্যু সংবাদ।
কোনদিন জানতেও পারবে না।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯