সর্বপ্রথম বুঝতে হবে আপনি ফেসবুকে
না ব্লগে লেখালেখি করছেন
এখানে কেউ আপনার মন রক্ষা
কিংবা আপনাকে গ্যাস দিয়ে
আকাশে উড়ানোর জন্য আপনার
পোস্টে মন্তব্য করবে না।
আপনার পোস্টে তারা তাদের মত
প্রকাশ করবে।
মানুষের সাথে মানুষের সব কিছু
মিল থাকলেও তাদের জিন এবং
চিন্তাধারা কখনো মিলবে না।
হয়তো আপনি ৭আর ৫ মিলে ৭+৫= ১২
ভাবেন
কেউ কিন্তু ৭-৫=২ ভাবে
সব কিছুর পজেটিভ নেগেটিভ দিক
আছে সেটা মাথায় রাখা দরকার।
আপনার কাছে যে বিষয়গুলো
ভালো লাগে তা আন্যের কাছে
ভালো নাও লাগতে পারে।
তার কিন্তু স্পষ্ট ভাষায় ভালো
লাগেনি বলার অধিকার রয়েছে।
ব্লগে লেখালেখি করতে হলে
ভালো শুনার পাশাপাশি ভালো
লাগেনি শুনার অভ্যাস করতে হবে।
আর কেউ ভালো লাগেনি বললে
তাকে গালমন্দ করার অভ্যাস ছাড়তে হবে।
যদি তা না পারেন তবে ব্লগ
আপনার জন্য না। কেননা ব্লগ রুচিশীল ব্যক্তিদের জন্য।
অতঃপর হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮