কোন পত্রিকার কোন কলামে লেখার মতো যোগ্যতা আমার নেই।আমার লেখাগুলো ফেসবুক কিংবা ব্লগের পাতাতেই সীমাবদ্ব।
তারপরেও বিষয়টা নিয়ে লিখছি।যদি কেউ একজন আমার লেখাটা পড়ে সর্তক হয় তবেই আমার লেখাটা সার্থক।
" প্রবাদে আছে চুর পালালে বুদ্বি বাড়ে"
কিন্তু এখানে চুর বারবার পালিয়ে যাচ্ছে কিন্তু ব্যক্তির কোন হুশ নেই।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝরনা তে এটা প্রথম অঘটন নয়।য়
আগেও ঘটেছে তবে কতৃপক্ষ কোন উদ্দ্যোগ নেয় নি কেন?
কিছুদিন পর নতুন ছাত্রের সমাগম ঘটবে ক্যাম্পাসে।
নতুন জায়গা,নতুন দৃশ্য! একটু উপভোগ তো তারাও করতে যাবে।
তারা তো এই মৃত্যু ফাঁদ সম্পর্কে অবগত নয়।
সেখানেও তো সতর্কতা মূলক কোন কিছু লেখা নেই।
তাদের দুর্ঘটনার দায়ভার কে নিবে?
অতীত ভুলে যাওয়া উচিত নয়
অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতকে রক্ষা করুন।
যারা আজ চলে গেছে তারা হয়তো আমার কিংবা আপনার কিছুই না, তাই আমাদের মাথাব্যথাটাও কম।
কিন্তু যে মা আজ সন্তান হারালো তার দুঃখের কি কোন বর্ণনা হবে?
প্লিজ আর কোন মাকে হতাশ করার আগে সচেতন হোন।
একটু সজাগ হোন
ছাত্রদের বাঁচান।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩