গোপনের গহীনে স্পন্দন ছিলনা
মোহ ছিলনা, ছিলনা ভালোবাসার মতো অসুখী অশ্রু,
পরাজয় ছিলনা বলেই জয়ছিল অবহেলিত
মুক্তির মন্ত্রে স্বপথের গান ছিল প্রিয় প্রতিজ্ঞায়।
টগবগে জলে বাতাস ঘোলাটে হলে স্বপ্নরা আশান্বিত হতো
আকাশ নেমে আসত নিচে-
আদিম আদমের ছলে গলে গলে রেখে যাওয়া প্রাণে
আদ্যচিহ্ন স্পষ্ট হতে হতে রচে যেত চন্দ্র, সূর্য, নক্ষত্রের পৃথিবী।
যেভাবে যেতে হয়, যেভাবে যাওয়া যায়
অপেক্ষার অর্বুদ সময় স্বপ্ন বুনে বুনে
প্রত্যাশারা ঘুরেছে নেতানো লাউয়ের সাদা ফুলে
মিহি-রোদ, রঙ ধনুর রঙে
এবং ভরা জ্যোস্নায় স্নিগ্ধতার শিকল ছিড়ে আকাশের উদাসী গগনে।
জাগবার ইচ্ছে যখন আকন্ঠ আকড়ে ধরেছে, তখন
দিশেহারা ধানের মাঠে শামুকের চোখে
দোয়েলের উড়ে যাওয়া কাগজের খামে
এবং গ্রহে নক্ষত্রে বুকে সবিস্তার সকারের গোপন নথিতে
জন্মের আগেই মৃত্যূর ইতিহাস লিখে গৌরবের গাছ হয়েছি।
আবার যেতে যেতে মৃত্যুর উপযোগী হতে
সবুজ সীমানা ঘিরে বইছে আষাঢ়ের ঢল,
সব কোলাহল তেড়ে আসে আকারের আহ্লাদে
অথচ একদিন গোপনের গহীনে স্পন্দন ছিলনা
মোহ ছিলনা, ছিলনা ভালোবাসার মতো অসুখী অশ্রু
পরাজয় ছিলনা বলেই জয়ছিল অবহেলিত।