কখনো শীত আসে, কখনো আনা হয়
যখন শীতকে ডেকে আনা হয়,
যখন শীতের হাতে দেওয়া হয় পথের পাথেয়
তখন প্রত্যাশারা ঘুরে ফিরে ফাঁসপ্রশ্নের দ্বারে দ্বারে
পথ শিশুরা নির্বোধে হয়ে যায় মমি
সবুজ সবুজ গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়
নীল জলের হাঙরেরা চলে আসে তেরশ নদীর বুকে..।
প্রতিটি দিনের মানে যখন কালক্ষেপণ
প্রত্যুষের প্রত্যাশা যখন বেঁচে থাকা
তখন বেসুরের বেতাল বাঁশি, ক্রমে ক্রমেই থেমে আসে
ক্ষণে ক্ষণের দু-একটা ঘেউ ঘেউয়ে এ ঘুম ভাঙ্গে না।
যখন কুয়াশায় মুড়িয়ে আসে পৃথিবী
কাঠ-পুড়া ধোঁয়ায় ছেঁয়ে যায় আকাশের নীল
ডান হাত দেখেনা বামেরে,
তখন দুড়ুম শব্দের গভীরতা কতটা ভয়াবহ?
কতটা স্বপ্ন থাকলে দুপদাপে আবাল বৃদ্ধ আসে শহরের প্রানে
কতটা হতাশ হলে গড়ে তুলে নিজ নিজ পৃথক পাহাড়?