একটি শব্দের জন্য যখন বুকের রক্ত ঝরে
তখন সময়েরও অসময় থাকে
সু-সময় থাকে
থাকে সুন্দর আর অশুভ কিছু মুহূর্ত..
যে আলোয় জ্বলে উঠে ক্যামেরার চোখ
যে আলোয় জীবন বাঁচে পাথরের ছাঁচে
যে আলোয় ভিজে না সকাল-দুপুর, মনের মাঠ
সে আলো অসময়;
সময়েরা ঘুরে মানুষের হাতে কথায় আর দেমাগে
ঘুরে চরকা’র উপরে আর নিচে
অসময় সু-সময় হয়
সু-সময় নেতিয়ে পড়ে বামে,
সারি সারি বাতাসের টানে, কেউ কেউ জানে
কেউ কেউ জানে না অসময়ে অপেক্ষার মানে।
সমরও থেমে যায় সু-বাতাস পেলে
নব নব সময়ে প্রেমিকেরা ঘেমে
যে শীতে ছুঁয়ে যায় প্রেয়সীর হাত
যে আলোয় দেখা দেয় আকাশ বাতাস চাঁদ
সে আলো সু-সময়;
সময়েরা কখনো নীল হয়
কখনো লাল হয়
কখনো স্বপ্নিল সুন্দর হয়ে ওঠে মনের আকাশে।
শ্বাশত জীবন যখন বন্দি থাকে সময়ের খামে
তখন সময়েরও অসময় থাকে
সু-সময় থাকে
থাকে সুন্দর আর অশুভ কিছু মুহূর্ত…।
(১৩.১১.২০১৪ইং)