স্বপ্নকে শাসিয়ে বড় করা কঠিন,
বাঁচতে শেখা মৃত্যুকে হাতের নাগালে জেনে
নদীর মতো পাড় ভেঙ্গে গড়ে উঠুক
শাদা সোনা বালু, লোমশ বুকের প্রাণ।
এখনও বিশাল শূন্যতা এ পাত্রে
গা-এলিয়ে যদি হারিয়ে পায় মেঘালয় আঁধার
মেঠোপথ তিমির আবচ্ছালয়
এক ফোঁটা দিকের দিশারী
হোক না ব্যাঘাত ক্ষণিক ক্ষণ
স্বপ্নরা নেমে যাক চোখের বাজারে...
নতুবা প্রভুর যে নজর-দারি,
আলোক ঢেউয়ে ঝলসে থাকা পথে
ঘুমিয়ে পড়ছে বালকটির দরানি চোখ
জোনাকি আলোয় হয়তো- নিঃশব্দে নিজেই চলবে
অথবা শেষ শাসিত হবে অশাসিত হবার জন্যে।