সখের বশেই একদিন জামাটা উল্টা করে পড়েছিলাম
দেখেছিলাম উল্টা পিঠে কিভাবে কতটা সেলাইয়ে এক একটা জমা তৈরি হয়
তারপর থেকে কোন সূচ আর আমাকে ক্ষত করতে পারেনি
কোন আঁধারই পারেনি ডুবাতে নাভিতে।
কোন দিন শেষ মরে ছিলাম মনে নেই
মরে যাওয়ার আগে আর মরব না বলে-
আকাশের দিকে তাকাতে ভুলে গেছি
চোখের সামনে পিছনে কিছুই দেখি না
দেখি না ডানে কিংবা বামে।
সখের বশেই একদিন জামাটা উল্টা করে পড়েছিলাম
উল্টানো শার্টের মতোই এখন আমি এক উল্টা মানুষ।
(১৫.০৭.২০১৪ইং)