নদীর বুকে এখন কেউ ঝাঁপা-ঝাঁপি করে না
খাঁ-খাঁ দুপুরে খেলে না জব্বর সব খেলা
আম চুরি, জাম চুরি কিংবা তরমুজ ক্ষেতে এখন আর কে যায়?
এখন আকাশে উড়ে রঙ বেরঙের ঘুড়ি
দেখে বোঝার উপায় নেই কোন হাতের ব্লু-টুথে কোন ঘুড়ি কোন দিকে
উড়ছে-ঘুরছে আর নাচছে নাচানো ঢংগে।
সাদা আকাশে এখন আর মেঘের কোনো আভাস নেই
মেঘফুল ভুল করেও ভেজাতে আসে না চৈত্রের মাঠ
ভুল ক্রমে কেউ যায় না আয়না পিছে।
এখন সচেতনতা বেড়েছে;
প্রযুক্তির কল্যাণে দিবসের প্রথম ভাগেই জানা যায় ঘটনার প্রবাহ
ফাঁসপ্রশ্নে কৃষকেরা জেনে যায় কৃষকের ভবিষ্যৎ
একজন খেলোয়ার জেনে যায় খেলা আর খেলা নেই।
(২০.০৬.২০১৪ইং)