আপডেট
প্রথম আপলোড করা ছবিতে ৩কিলোবাইট/সেকেণ্ড দেখাচ্ছিল। এখন স্পিডের উন্নতি (!) হয়েছে। দেখুন-
ঢাকার বাইরে (এবং ঢাকার কিছু অলিগলিতে) বাংলালিংকের যে নেটওয়ার্ক থাকে না, সেটা নতুন করে বলার কিছু নেই। বাংলালিংক এক কথায় টিকেই আছে শুধু কলরেটের জন্য। এর নেটওয়ার্ক যে কতটা খারাপ তা আর বলতে ইচ্ছে করছে না। এবারে আসুন এর "ইন্টারনেট" (!!!) এর ব্যাপারে কিছু জেনে আসি।
যার নেটওয়ার্কে কথাই শোনা যায় না, তার নেটওয়ার্কে ইন্টারনেট কেমন হবে এই প্রশ্নটা অনেক আগেই মাথায় এসেছিল। কিন্তু ঐ যে, গ্রামীণের ফাইজলামি! প্রিপেইডে হঠাৎ করেই আনলিমিটেড বন্ধ করে দেয়া। লিমিটেড ইন্টারনেটে আমার কোনো কাজ হয় না। আর গ্রামীণের আনলিমিটেড সংযোগ নিতে গেলে পোস্ট পেইডের নতুন সিম কিনতে হয়।
অবাক লাগে, কাস্টোমারদের সুবিধা-অসুবিধার কথা একবার চিন্তাও করে না এসব কোম্পানিগুলো। নিজেদের যখন যা ইচ্ছা করে বসে!
যাই হোক, নিতান্ত বাধ্য হয়ে বাংলালিংকের আনলিমিটেড ইন্টারনেট নিলাম। ৩৮০ টাকা (প্রায়) ১৫ দিন আনলিমিটেড। এই কিছুক্ষণ আগে সাবস্ক্রাইব করলাম। ভাবলাম, দেখি টেস্ট করে। সাড়ে তিনশ' টাকাই তো।
অথচ দেখুন, সাবস্ক্রাইবের আধা ঘণ্টা যেতে না যেতেই পস্তানো শুরু হয়ে গেছে আমার। কয়েকটা ঘটনা বলি। বুঝতে পারবেন তাহলেই।
১। জিমেইলের হোমপেজ আসতে সময় নিয়েছে ৫-৬ মিনিট।
২। ফেসবুকের হোমপেজ (লগইন করার পর) প্রায় ২০ মিনিট টানা লোড হয়েও কমপ্লিট করতে পারেনি। শেষে বাধ্য হয়ে লগ আউট করেছি।
৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের বাংলা সংস্করণের হোমপেজ ১০ মিনিট ধরে লোডিংয়ের চেষ্টাটা আমি নিজেই থামিয়ে দিয়েছি।
৪। বিবর্তন ডট কম bn.biborton.com ভিজিট করলাম (কারণ অন্য সব লাইন থেকে এই সাইটটা যথেষ্ট দ্রুত লোড হয়) তবুও পাঁচ মিনিটের কমে লোড হতে পারেনি।
৫। সামহোয়্যার ইন ব্লগ এর কথা নাহয় না-ই বললাম।
এবং ৬। উপরের সবক'টি ক্ষেত্রেই পৃষ্ঠা লোড শুরু হবার আগে বারবার রিফ্রেশ করতে হয়েছে। ব্রাউজারের লোকেশন বারে বারবার একই ঠিকানায় এন্টার প্রেস করতে হয়েছে। আর বারবার "Connection was reset" মেসেজের মুখোমুখি হতে হয়েছে।
রান কমান্ডে পিং করেছিলাম। যদিও পিং রেজাল্টের কিছুই বুঝি না। তবে এতটুকু বলতে পারি নিচের রেজাল্টটা ভালো নয় মোটেই।
অন্যদিকে গ্রামীণফোন
১। জিমেইলের হোমপেজ লোড হতে সর্বোচ্চ ২০ সেকেণ্ড লাগতো।
২। ফেসবুকে লগইন করার পর পুরো পেজ লোড হতে সর্বোচ্চ ৪০ সেকেণ্ড লাগতো।
৩। বিডিনিউজ ২৪-এর হোমপেজ লোড হতে সর্বোচ্চ ৪০ সেকেণ্ড।
৪। বিবর্তনের হোমপেজ কিংবা যেকোনো পেজ লোড হতে সর্বোচ্চ ২০ সেকেণ্ড (ছবি না থাকলে)।
৫। সামহোয়্যার ইন ব্লগ (যারা অনলাইনে আছেন তাদের প্রোফাইল ছবির বদলে শুধু নাম থাকলে) লোড হতে সময় নিতো বড়জোর ৫০ সেকেণ্ড।
এবার বলুন আপনি কী করবেন।
খারাপ লাগে খুব। প্রযুক্তির এই যুগে এসে বাংলাদেশে যোগাযোগের সর্বাধিক শক্তিশালী মাধ্যম ইন্টারনেটের এই দূরবস্থা দেখে। আরও মেজাজ খারাপ হয় যখন কোম্পানিগুলো নিজেদের ইচ্ছামতো ব্যবসা চালায়। নিজেদের গ্রাহকদের সুবিধা হলো না অসুবিধা হলো, এটা নিয়ে তাদের কোনো টেনশন নেই।
আশ্চর্য!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:১০