কোরবানীর এক বিশাল গরু আর ছাগলের হাঁটে যাইয়া একখান ক্লোজআপ হাসি দিলাম।
কোরবানীর ঈদের সার্থকতাই হইলো বিভিন্ন এলাকার হাঁটে যাও আর গরুর পশ্চাৎদেশে সজোরে থাবড়া বসাও। গরু যদি লাথি মারিতে দেরি করে তাহলে বুঝতে হবে গরুর ভিতরে ফরামালিন ব্যাপক পরিমানে দেয়া হইয়াছে। সুতরাং অন্য গরুর পশ্চাৎদেশে থাবড়া বসাও।
স্মার্ট গরু
প্রতি থাবড়ায় নতুন অভিজ্ঞতা হইবে। কিছু গরু আছে ইস্মার্ট। লাথি দিবে না, লেইঞ্জা দিয়া তোমারে পুনরায় থাবড়া বসাইয়া দিবে। এক্ষেত্রে নিউটন চাচারে গভীরভাবে মনে পড়িয়া যাবে। ইকুয়্যাল অ্যাকশন এবং রিঅ্যাকশন বুঝি ইহাকেই বলে!!
ক্ষ্যাত গরু
কিছু গরু আছে মহা ক্ষ্যাত। এদের পায়ের গোড়া হইতে লেইঞ্জা বড়ই নোংরা থাকে। এরা আদরের থাবড়া হৈতে বাঁচে। কিন্তু দেখা যায় এরাই শক্তিশালী গরু। এবং ভিতরে সব তাজা।
পন্ডিত গরু
পন্ডিত গরু বলিয়াও এক প্রকার গরু আছে। এরা পন্ডিতের মতো চতুর্দিকে তাকাইতে থাকে। কোন দুষ্টু বালক পুটুতে থাবড়া মারিলো কিনা তাহা লক্ষ্য রাখে এদের শিং খাড়া থাকে। সবাই এদের থাবড়া বসাইতে সাহস পায় না। দুস্টু বালকগন থাবড়া বসাইয়া দৌড় মারে। ফলাফল অন্যের গরুর গোবরে পাই ডুবাইয়া ধন্যবাদ হয়।
মূর্খ গরু
মুর্খ গরুর কথা সকলেরই জানার কথা। এরা যেখানে যায় সেখানেই জাবর কাটে। এতো সুন্দর ক্যামেরা, রং বিরঙ্গের মানুষ। কিছুই এদের নজরে পড়ে না। এরা খালি খাইতে শিখছে। খাইতে খাইতেই এরা শহীদ হয়।
অলস গরু
অলস গরু বলিয়া এক শ্রেণী আছে। আর অলস মানুষ বলিয়াও এক শ্রেণী আছে। যেখানে রাইত সেখানেই কাইত। এরা আপনাকে লাথি দিবে না, গুতা দিবে না, লেজ দিয়া বাড়িও দিবে না। এদের মনে অনেক টেনশন! হয়তো প্রেমের! হয়তো পরকালের! হু নোজ!!
জিরো ফিগার গরু
চিকনআলী! চিকনা বলিলে আসলে খারাপ দেখায়! বলা উচিৎ জিরো ফিগার গরু। এরা দুর্ভিক্ষের বছর জন্মাইছে কিনা সন্দেহ হয়। এক থাবড়া খাইলে তিন লাফ দিয়া উঠে। এদের কে বাচ্চাপোলাপাইন সেই খোঁচাতে থাকে। যেন দুলাভাই শালা সম্পর্ক।
হ্যান্ডসাম গরু
হ্যান্ডসাম গরুই হইলো গো হাঁটের বিষয়। সকলের নজর তাদের দিকেই থাকে। এরা দেখতে লম্বা, চওড়া, যেন শিং এ সিংহ মশাই! লেজ নাড়ানিতে বাঘ মামা! কাছে ধারে কেউ ঘেসে না। দূর থেকেই ছবি তুলে হোয়াটস অ্যাপ চলে। ফোনে চাচা চাচিরে বলে আমি পাইলাম! আমি উহারে পাইলাম
ঘাড় ত্যাড়া গরু
ডাকাত গরু কিংবা ঘাড় ত্যাড়া গরু দুটাই বলা যায়। এরা তিন চার বার ছুটবেই। কেউ দাম কম কইছে, কেউ জোরে তাবড়া দিছে, চামে সখিনা গাভী দেখছে। কাম সারছে। তাহারে শান্ত করা বড়ই কঠিন কম্ম।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০