ভাইরে,
এই জগতে হায় কে একা থাকিতে চায়! আমি কেন সিঙ্গেল এ প্রশ্ন সিঙ্গেলদের মনে উঁকি দিবেই। এটা প্রকৃতি বলি আর বর্তমান সমাজ বলি বার বার মনে করিয়ে দেয়ার দায়িত্ব পালন করবে।
এক মনিষী আবার বলে গেছেন “গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”।
এসব কথা কার গায়ে সয়? গায়ে সইলে ও দিলে সয়ার কথা না। আসলেই তাই, কারো দিলেই সয়ে না। আমার দিলেও সয়ে নাই!
ভালোবাসার এই খরার মৌসুমে ও আমি একটা ভালোবাসার মানুষ জোগাড় করার চেষ্টা নিয়োজিত ছিলাম। দীর্ঘদিনের চেষ্টায় একজন পেয়ে ও যাই। কিন্তু হায়!! আরেক মনীষী বলে গেছেন " কোন মেয়ের দ্বিতীয় প্রেমিক হইতে যাইও না, আর কোন ছেলের প্রথম লাভ হইতে যাইও না। যদি হইতে যাও পীড়া আর প্যারা ঠিকই টের পাইবা "।
বর্তমান সমাজে যে ট্রেডিশন চলে আসছে তা বড়ই হৃদয়বিদারক। ইন্টারপড়া মেয়েকে যদি বলেন " আই লাভ ইউ " মেয়ে আপনাকে কি বলবে জানেন?? ভাইয়া! আমার পাঁচ বছরের একটা রিলেশন আছে।
সুতরাং মেয়েদের প্রথম লাভ হওয়ার সৌভাগ্য এখন খুব কম মানুষেরই হয়। বাকী সবই দ্বিতীয় নাম্বার, তৃতীয়, চতুর্থ ও হইতে পারে। খুব অবাক হচ্ছেন?
কিছু দিন আগে একটা নিউজ শুনছিলাম যে এক মেয়ে তার বিয়ের আগে তার ১৫ জন বয়ফ্রেন্ডকে এক জায়গায় ডাকে। একবার ভাবেন বিষয়টা!! পনের টাকা বর্তমানে কম হইতে পারে! কিন্তু পনের লাভার হিউজ পরিমাণ একটা সংখ্যা!
এত কিছু জানার পরও ন্যাড়া সাজবার মন সবারই হয়! বেল তলায় যাইতে মন চায়। আমিও গেছিলাম
বসন্তের আগমনি হাওয়ায় দেখেছিমাম একজনকে। বিশেষ মানুষের প্ররোচনায় হালকা আবেগের আদান প্রদান হৈছিল। কিন্তু তারপরই কালো বেড়াল বের হইতে শুরু করে! প্রথম দেখায় যেমন মনে হয় আসলে পরে সেসব না মিললে সমস্যা। আর আমিও পড়ছিলাম কঠিন সমস্যায়। একটা মাইন্ধা চিপায় ফাইস্যা গেছিলাম।
একটা সম্পর্ক টিকিয়ে রাখার মতো কাজ মেয়ে করেই না! উল্টো এই রসিক মিসিরআলীর উপর দোষ দেয় -মিসিরআলী নাকি গম্ভীর! ফান করে না! কিছু করে না! তাহার এসব কথা শুনিয়া বাংলার সকল ডাবল জাতিকে আমার জোকার মনে হৈল!!
কি আর করা রিলেশন টিকিলো না! চ্রম ব্যর্থতা! ভাবতাছি মিরাক্কেলে জয়েন করমু!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১