বর্তমানে হটাৎ করেই একটা কথা ছড়িয়ে পড়েছে চারদিকে। আর সেটা হলো " ধর্ম যার যার উৎসব সবার "।
এটা প্রচলন ঘটাচ্ছে কিছু আধুনিকতার নাম ধারী ভন্ড মানুষ।
ইসলাম ধর্মে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, বিধর্মীদের উৎসবের দিন তাদের উৎসবের অনুষ্ঠান থেকে মুসলমানদের দূরে থাকার জন্য। কারণ তখন তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হতে থাকে।
কিন্তু বর্তমানে কিছু নাম ধারী মুসলমান এসব অনুষ্ঠানে প্রবেশ করছে। আনন্দ করছে। আনন্দ যে তাদের কুরুচীপূর্ণ সেটা আমরা সকলেই বুঝি। তবে এমন বাজে কথার প্রচলন না করাই ভালো।
ধর্ম যার যার উৎসব ও তার তার। হিন্দুদের উৎসবে আমরা ধুতিপাজামা পড়বো না, মেয়েরা সিঁথিতে রংচং মেখে মন্দিরে গিয়ে কোন ফালতু দেব দেবীর আশীর্বাদ নিতে যাবে না।
আর কোন হিন্দু ও ঈদের দিন পায়জামা, পাঞ্জাবি, টুপি পরে ঈদগাহে গিয়ে নামাজ পড়বে না। কিংবা কোরবানীর ঈদে গুরু জবাইয়ে অংশগ্রহণ করে গোস্ত - রুটি খাবে না।
নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এ ধরনের কথা ছড়ানো থেকে দূরে থাকেন। নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনবেন না।
আল্লাহ্ সকল নামধারী মুসলিমদের প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আমিন।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫