ইলন মাস্ক হলেন সাউথ আফ্রিকান বংশোদ্ভুত আমেরিকান কানাডিয়ান বিজনেস ম্যাগনেট, বিনিয়োগ কারী। টেসলা, পে পাল সহ আরো অনেক প্রতিষ্ঠানের সিইও তিনি। তার কিছু বানীঃ
১. যখন কোন সমস্যা পাবেন অভিযোগ না করে সমাধান বের করতে হবে।
২. শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, সে অনুযায়ী কঠিন পরিশ্রম করতে হবে।
৩. শুধু নিজের ব্যাপারে ভাবলে হবে না, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে যেসব বিষয় প্রভাবিত করছে তার ব্যাপারে ও চিন্তা করতে হবে।
৪. আপনাকে তাই করতে হবে যা আপনার করা উচিত, যা সহজ ও স্বাভাবিক তা নয়।
৫. আপনি ব্যার্থ হলে হাল ছাড়বেন না, কি ভুল হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে দিগুন শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।
৬. পরিস্থিতি নিজের ইচ্ছে মত না হলেও আত্মবিশ্বাস হারাবেন না আর পরিস্থিতি নিজের অনুকূল হলে মার্যিত আচরণ করুন।
৭. মনে রাখবেন আপনার পক্ষেও রকেট সায়েন্স শেখা সম্ভব।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯