IND- একটা কাপ দাওনা ভাই। ক্রিকেট শিখব।
ICC- কোনটা দেবো? এশিয়া কাপ, T20 কাপ, নাকি বিশ্বকাপ?
IND- পার্থক্য কোন জায়গায়?
ICC- সম্মানে পার্থক্য। বাকি সব একই।
অতঃপর ICC তাকে একটা কাপ হাতে ধরিয়ে বিদায় করলো…
কিছুক্ষণ পর IND কাপের কাছে ক্রিকেট শেখার প্রার্থনা করে বিফল হল। সে আবার ICC-র কাছে গেল-
IND- ভাইসাব। এই কাপের ব্যাটারী খতম হয়ে গেছে নাকি? একটু আগে কাজ করলো, তারপর লুল হয়ে গেল…
ICC- মানে কি?
IND- মানে…নতুন ব্যাটারী লাগিয়ে দাও…কোথায় লাগাতে হয়?
ICC- আরে ভাই! এটাতে কোন ব্যাটারী লাগাতে হয় না।
IND- তাহলে কাজ করছে না কেন? ম্যানুফ্যাকচারে ত্রুটি আছে নাকি?
ICC- ত্রুটিপূর্ণ জিনিস আমরা বানাই না ভাই।
IND- (অবাক হয়ে) এই কাপকে আপনি বানিয়েছেন!?
ICC- জ্বি হ্যাঁ!! আমার নিজের এই দুই হাত দিয়ে …
IND- আপনি ক্রিকেট বানিয়েছেন নাকি ক্রিকেট আপনাকে বানিয়েছে?
ICC- ক্রিকেট তো আমাদের সবাইকে বানিয়েছেন। আমরা তো কেবল কাপ বানিয়েছি।
IND- কেন বানালেন?
ICC- যাতে আমরা টুপাইস কামাতে পারি।
IND- কাপের ভেতরে কিছু লাগানো আছে নাকি…টুপাইস কামান কেমনে?
ICC- আরে! কোন কিছুর প্রয়োজন নেই। ইয়ে দেবেন, আমরা সব ব্যবস্থা করে দেব।
IND- ইয়েতেই যদি কাজ হয় তাহলে এই কাপের কি দরকার?
ICC- আমাদের ধান্ধা (ব্যবসা) বন্ধ করাতে চাও নাকি? সমস্যা কি তোমার?
অতঃপর তাহারা ইয়ে দিয়ে ক্রিকেট খেলা শুরু করল। এখনো চলছে...কিন্তু তারা কেউ বুঝে না এটা রং নাম্বার