রাস্তাটাও আজ প্রশস্ত,মহকুমায় উন্নিত
ট্রাম আসে ট্রাম যায়,ল্যাম্পপোস্ট মাথা নত।
শহুরে পবন এসে দোল খায় জানালায়।
একবিংশ এসে ছুঁয়ে যায় তোমায়।
তবু আমি আজো অজপাড়া গাঁয়,
আঙিনা এখনো বেড়ে ওঠে আগাছায়,
চৈত্রের দুপুরে আজো উঠোনে ঘুঘু গায়,
একবিংশ না পারে ছুঁতে আমায়।
তবু তোমার শহর বেরে চলে অজানায়!!
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪