দেশের প্রাচীন স্থাপনা গুলোর অন্যতম মহেড়া জমিদার বাড়ী, পুলিশ ট্রেনিং একাডেমির অধীনে থাকায় স্থাপনা গুলি নিয়মিত সংস্কারের ফলে এখনও সুন্দর ভাবে টিকে রয়েছে। মহেড়া জমিদার বাড়ীর অবস্থান ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে টাঙ্গাগাইলের দিকে এগিয়ে গেলে পাকুল্লা মোড় পার হলেই হাতের ডানে মহেড়া জমিদার বাড়ী যাওয়ার নির্দেশনামূলক সাইনবোর্ড চোখে পরবে। চিহ্নিত রাস্তায় ১৫ মিনিটের মত গেলেই মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার আর মহেড়া জমিদার বাড়ী।
এই জমিদার বাড়ী ১৮৯০ সালে স্থাপন করা হয়, কালিচরণ সাহা ও আনন্দ সাহা মহেড়া গ্রামে ১,১৭৪ শতাংশ জমিতে এই বাড়ীর গড়ে তোলেন। এখনো এই বাড়ীতে ৩ টি বড় ভবন, কাচারীবাড়ী, মন্দির ও একটি সুন্দর পুকুর বিদ্যমান। এছাড়াও বাড়ীতে ঢোকার মুখে সুন্দর সিংহদ্বার রয়েছে। আসুন আমরা এই জমিদার বাড়ীর কিছু ছবি দেখি।
ঢোকার মুখে অসাধারণ সিংহদ্বার
মহারাজা লজ
মহারাজা লজের সুন্দর কারুকাজ
মহারাজা লজের জানালার রঙ্গিন ঘুলঘুলি
আনন্দ লজ
আনন্দ লজের ঝুল-বারান্দা
আনন্দ লজের কার্নিশের কারুকাজ
কাচাড়ীবাড়ী সহ আনন্দ লজ
চৌধুরী লজ
চৌধুরী লজের সুন্দর কারুকাজ
কালীচরণ লজ
কালীচরণ লজের ঝুল-বারান্দা
রাণী মহল
জমিদার বাড়ীর মন্দির
কাচাড়ীবাড়ী
জমিদার বাড়ীর সামনের পুকুর
কেমন লাগলো মহেড়া জমিদার বাড়ী? শীতের সময়ে বিভিন্ন পিকনিক পার্টির ভিরে লোকজনে গিজগিজ করে। এই বরষা কালে গেলে নিশ্চয় কিছুটা নির্জনতা পাওয়া যাবে। একদিন ঘুড়ে আসতে পারেন!!!
========================
ছবিঃ মানস চোখ
ক্যামেরাঃ ক্যানন ১১০০ ডি
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:৩৫