আমি যখন ছোট ছিলাম, প্রতিশুক্রবার নামাযে পর বি.টিভি তে বাংলাছিনেমা দেখাতো। মাঝে মাঝে আমার বাধ্যহয়ে দেখতে হতো। কারণ, কোন এক বিশেষ করণে সবাই বাংলাছিনেমা দেখে মজা পেত। তাই শুক্রবার কেউ খেলতে বেরহত না।
আজকে একটা বাংলাছিনেমার কথা মনে পরছে-সেটার সংক্ষিপ্ত গল্প বলি।
ছিনেমার নাম মনে নেই। ঘটনাটা ছিল এমন-
একটা এলাকায় ভীষণ দাপটে গুন্ডাছিল। সে এবং তার বাহিনীর কাজ ছিল চাঁদাবাজি, খুন,গুম, জমি দখল, নারী ধর্ষণ ইত্যাদি। সে গুন্ডাদের নামে কেউ ভয়ে কথা বলতে পারতো না। থানায় মামলা করলে তাকে মেরে ফেলত, গুম করে দিত। সবকিছু ছিল তাদের নিয়ন্ত্রণে। সে এলাকার মানুষ গুন্ডাদের যন্তনায় নাভিশ্বাস উথলেও মুখ বুঝে থাকতো।
একদিন একজন সাহসী পুলিশ অফিসার আসে। তারপর তার সাহেস্তা করতে নামে সেই গুন্ডাদের। মানুষ সেই পুলিশ অফিসারের সাহস দেখে ওই গুন্ডাদের আর ভয় পায় না। সেখানের জনগণ তখন গুন্ডাদের প্রতিবাদ করতে শিখে। গুন্দারা এই প্রতিবাদ দেখে ভয়ে পালিয়ে যায় অথবা জেলে বন্দী হয়।
****ছিনেমা শেষ****
আমি আগেই বলেছি, আমার সেই তিন ঘণ্টার ছিনেমা দেখতে ভাল লাগতো না। কিন্তু এখন আমিসহ পুরো জাতি ৬১ হাজার ৩২০ মিনিট ধরে দেখছি। ছিনেমা আর শেষ হয় না। কেন হয় না জানেন? কারণ সেই সাহসী পুলিশ অফিসার এখন আসে নি।
তাই বলে এতো সময় নিয়ে ছিনেমা দেখবে সবাই? এককাজ করেলে হয় না? সাহসী পুলিশ অফিসারের চরিত্র বাদ দিয়ে ওই এলাকার জণগন মিলে কি ওই সব গুন্ডাদের চিরতরে বিতারিত করতে পারি না?
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৩