Exception cannot be an example"
এই কথাটা এমন কেউ নাই যে জিবনে একবারের জন্য হলেও শোনে নাই।
আমি শুনছি হাজার বার, যখনই আমি আমার লাইফ নিয়ে আমার "মা" এর সাথে আলাপ করছি তখনই। কারন আমি এমন কিছু করতে চাই যেটা আমাদের মা-বাবারা মেনে নিতে পারে নাই।কখনো কখনো সমাজ ও মানতে পারে নাই।
তারা কেন মানতে পারে না জানেন?
কারন তারা নতুন কিছু গ্রহন করার মত শক্তি আর সাহস কোনটাই রাখে না । তারা ওইটাই চায়, যেটা সব সময় হয়ে আসছে।
কিন্তু আমি মনে করি, "Exception is the example".
কারনটা খুব সহজে আপনাদের বোঝাছি।
আমাদের ধর্ম সবসময় বলে, “আমাদের নবী মুহাম্মদ [স:] এর মত হওয়ার জন্য। উনি যেভাবে জিবন যাপন করেছে আমারা যেন তাই করি”।
আমার কথা হচ্ছে, উনি নিজে একজন "Exception". তাহলে উনার মতো হতে বলা হয় কেন?
শুধু কি ধর্মের জন্য Exception প্রযোজ্য? আর কোন কিছুর জন্য নয়? যদি তাই হতো তাহলে, মানব সভ্যতা এখানে আসতে পারতো না। আমাদের উচিৎ,Exception-টাকে Example হিসেবে সবকিছুর জন্য ব্যবহার করা।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬