আজ রাতে না হয়-
আমিই হলাম,নিউজ বুলেটিন,
তাতে তোমাদের কী যায়?
দিয়ে দিবে সংক্ষিপ্ত ব্রিফিং!
কী ধারালো অস্ত্র দিয়ে-
কোপালে আমায় তোমাদের দৃশ্যপটে,
তোমরা কেউ আসনি; আমাকে বাঁচাতে,
তবে অনেকেই, ক্যামেরা বন্দী করেছিলে বটে।
আমাকে বাঁচাতে আসেনি কেউ,
অথবা কোন নিরাপত্তা বাহিনী,
হয়তো তাঁরা বুঝেছিল, এ নিঃসংশয়তায়-
রটবে কোন, বিস্মিত কাহিনী।
আমারই হত্যায় ব্যাথিত হয়েছে-
মানবতায় ঘেরা, যত নর-নারী,
কিন্তু কেঁদেছে তো সেই মা-
যার ছিঁড়েছে নাড়ী!
আমার হত্যার বিচার চেয়েছে যারা,
কবে হবে শাস্তি, জানে কি তাঁরা?
বুঝিনা এসব, বেশি দূর তো পড়িনি,
তবে দেখেছি-হাসছিলো সাগর আর রুনি!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯