"
কবে মুক্তি মিলবে গণতন্ত্রের !
আমরা কি তবে স্বেচ্ছা দাসত্ব বরণ করে নিয়েছি ,
সাধারণের আর্তনাদ কি পৌছায় উঁচু ফ্ল্যাটে ?
তবু এখানে রোজ সূর্য ওঠে
এখানেও রাত্রি শেষে নতুন ভোর হয় ;
তবু এখানে কাঁটাতারে বিদ্ধ হয় জীবন রোজ নতুন করে ।
একাত্তরে ছিনিয়ে এনেছিলাম একটা নতুন দেশ
পেয়েছিলাম একটা লাল সবুজের পতাকা ,
আর একটা মানচিত্র ।
এখন সেই দেশ আর সেই মানচিত্র -
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে হায়েনার দল ।
এখানে বাতাসগুলোও কেমন যেন বদ্ধ হয়ে আছে
একটা গুমোট আবহাওয়া চারদিকে ,
এখন আর শরতের শিশির ও জমতে দেখা যায় না ।
জানালাটা এখনো শুন্য
সাধারণ মানুষও দেখতে দেখতে ক্লান্ত
এই আর্তনাদের মুক্তি মিলবে কবে ,
গণতন্ত্র কি মুক্তি পাবে আদৌ ?
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৭