"আপন আর প্রিয় এক জিনিস নয়,
প্রিয় হয়ে উঠেছি অনেকের কিন্তু আপন নয়!"
সব আলো নিভিয়ে ঘরের এক কোণে বসে প্রায় এক ঘন্টা ধরে কাঁদলাম। চিৎকার করে করে ৬ বছরের বাচ্চা ছেলেদের মত কাঁদলাম।
কই? কিছুই তো লাভ হলনা! কেউ কান্নার শব্দ শুনল না! কেউ একটু স্বান্তনা দিতেও এলনা! এমনকি অন্ধকার ছিলো বলে নিজেও নিজের চোখের পানিগুলো দেখলাম না!
স্যারের সেই ভয়ানক কথাটাই ঠিক! আসলেই কান্নার কোন দাম নেই, কান্নায় কোন লাভ নেই! না, আজ থেকে আর কাঁদবো না। কেন কাঁদবো?
এই কান্নাকাটির চেয়ে বরং শরীরের চামড়াটাকে গণ্ডারের চামড়ায় পরিনত করার চেষ্টা করব। আর সেই সাথে আপন মানুষগুলোকে আপন মানুষের তালিকা থেকে সরিয়ে প্রিয় মানুষের তালিকায় বসাব।
স্যারের আরেকটা ভয়ংকর কথা দিয়ে শেষ করছি।
"আমার আপন শুধুই আমি!"
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯