আবরার
অলিউর
আমি চলেছি মা...
আমার চিরচেনা জান্নাতের পথে,
বল তো মা, কেউ কি কভু করতে পারে
এমন বর্বর আচরণ কুকুরের সাথে?
তোমার ছেলে হারেনি মা,
করেনি মাথা নত বর্বর হিংস্র পশুদের কাছে।
আমি তো পশু নই মা,
ভালোবেসেছি পথের ধারে
ধুলাবালিয় সিক্ত হয়ে ঝরে পড়া ছোট ছোট ফুল।
ফুলগুলো বুকে জড়িয়েছি,
আপন করেছি শত মমতায়।
আমি তো মা শুধু ভালোবেসেছি, করিনি কোন ভুল!
তুমি তো জানতে মাগো,
আমি করিনি কভু হিংস্র হায়েনার ভয়;
দেখো! দেখো মা, তোমার আবরার
ঘরে ঘরে জন্মাবে, করতে বিশ্ব জয়!!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:০২