বিজয় তুমি
অলিউর রহমান।
বিজয় তুমি ১৬ই ডিসেম্বর, লাখো শহীদের রক্ত মাখা প্রাণ-
বিজয় তুমি রক্তিম সূর্যদয়, আমার বাংলা মায়ের গান।
বিজয় তুমি ভোরের স্নিগ্ধ সকাল, ভালোবাসার এক দেশ—
বিজয় তুমি আমার হাজারো স্বপ্নের গড়া সবুজ-শ্যামল বাংলাদেশ।
বিজয় তুমি ১৯৭১, আমার অশ্রু চোখে বিজয়ের হাসি—
বিজয় তুমি ভোরের আলোয় ফোটা রক্তকমল, কত ভালোবাসি।
বিজয় তুমি ৭ই মার্চের গর্জে উঠার জ্বালাময়ী ভাষণ, বঙ্গবন্ধুর হাতে আঁকা স্বপ্নিল এক দেশ—
বিজয় তুমি মাথা উঁচু করে সগৌরবে দাঁড়ানো শহীদ জিয়ার বাংলাদেশ।
বিজয় তুমি রংধনুর রঙে রাঙ্গানো সুনালী আকাশ, ২৫ই মার্চের কালো রাত—
বিজয় তুমি লাখো তরুণের প্রতিবাদী হাত।
বিজয় তুমি কবির হাতের ছোঁয়া, প্রতিবাদী কন্ঠস্বর—
বিজয় তুমি কভু হওনি পাকিস্তানি হায়েনাদের মতো বর্বর।
বিজয় তুমি সালাম, বরকত, রফিক, জব্বারের রাজ পথের বিদ্রোহী হাত—
বিজয় তুমি মুয়াজ্জিনের আহ্বানে হাজারো তারার শেষ রাত।
বিজয় তুমি শিল্পির কন্ঠে অনুপ্রেরণার গান—
বিজয় তুমি বাঙ্গালীর রক্তে মিশে থাকা মমতার টান।
বিজয় তুমি মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস, সাহসী বীর—
বিজয় তুমি কাজী নজরুলের উন্নত মম শির।
বিজয় তুমি মা-বোনের আত্মার আত্মদান, শহীদ-বুদ্ধিজীবীদের জীবন বিসর্জন—
বিজয় তুমি পৃথিবীর এক নতুন ইতিহাস, বুকের তাজা রক্তে কেনা অমূল্য অর্জন।
বিজয় তুমি ছেলে হারা মায়ের নয়ন জল, বুকের গভীরে লুকানো আত্মচিৎকার—
বিজয় তুমি শত্রুর ভয়ে মাথা না নোওয়াবার অঙ্গীকার।
ছবি: গুগল।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫