‘’মানবতার তরে”
অলিউর রহমান।
- আমি কত শত মনুষ্য দেখেছি,
গিয়েছি তাদের দুয়ারে পেতে এক মুঠো অন্ন;
- ফিরেছি ব্যথিত হৃদয়ে আবার,
দেখে মানবের রক্ত চক্ষু বারে বার।
তবু পথ পানে চেয়ে আছি খোদার জন্য।
-আমি দেখেছি ধনাঢ্যদের খাবার স্তুপে
জমেছে ময়লা-আবর্জনায়;
হয়েছে পশু-পাখির অন্ন,
- মানব হয়ে জন্ম নিলাম এ উর্বীর ছায়াতলে,
একি সুতোয় গাঁথা মালা মানুষের দলে;
তবু কেন আসেনি এ জীবনে নবান্ন?
- আমি দেখেছি মানবের মাঝে ধর্ম-বর্ণ,
দেখেছি ধনী গরীবের ভেদাভেদ,
কত দেখেছি এই মানুষের মাঝেই জাতি-কুল প্রভেদ।
- চেয়ে দেখ বনের পশুতে কত ভালোবাসাবাসি,
পিপীলিকা দল বেঁধে কত হাসা হাসি।
খুঁজে দেখ সবার তরে সৌরভ বিলিয়ে ঝরে গেছে কাননের ফুল।
- আমি দেখেছি অত্যাচারের বিভীষিকাময় চিত্র,
কান্না আর আহাজারি,
মানুষ হলো মানবের দাস সারি সারি।
- দেখেছি তাদের মানবের মতোই জোড়া জোড়া হাত।
চারিদিকে রক্ত পিয়াসী মুখোশধারী মানুষের দাবানল।
দেখেছি কত শত চোখের ঘুম কেড়ে নেয়া কালো রাত।
- আমি দেখিনি বনের হিংস্র পশুতে বিভক্তি,
চলাচলে দেখিনি বৈষম্য,
- দেখেছি তা মানবের ঘরে,
মানুষ মানুষেরে কেন আজ এত ডরে?
মানব মানবেরে ভাবে নেই কেহ তার সম।
- চলো মানব জীবন সাজাই জীবনের নিয়মে।
আজ কেন মানুষ হয়ে ও মানবাতা খুঁজে ফিরে পশুর চরণে?
- অনাহারীর মুখে তুলে দাও দু-হাত ভরে অন্ন,
ফোটবে রক্তকমল উঠবে শশী,
নিয়ে হৃদয় গগনে শুভ্র মেঘের হাসি।
ফিরে আসো মানব হয়ে সেই প্রভুর জন্য।
আসুক বারে বার এ জীবনে নবান্ন!
ছবি: গুগল।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭