এটা নাকি আমাদের দেশের পোদ্ধানমন্তী ........
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে সচেষ্ট সরকার। এতে সার্বিকভাবে অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না, মুদ্রানীতি তৈরিতেও কোন সমস্যা হবে না।
সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে টাকা পাচার প্রতিরোধেও কাজ করছে সরকার। কারা টাকা পাচার করেছে সে তথ্য সরকারের কাছে রয়েছে।
আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সংসদকে জানান, পর্যায়ক্রমে সব জেলা সড়ক ফোর লেইন করার পরিকল্পনা রয়েছে। ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে ৩ মাস পর পর প্রচারণা চালানোর বিষয়ে সড়ক ও সেতু মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী।