......প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সব পাঠ্যবইয়ের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবিসহ ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ স্লোগান অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। ২০১৭ শিক্ষাবর্ষ থেকে এ সুপারিশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। m.prothom-alo.com/bangladesh/article/841471/প্রাথমিকের-বইয়ে-প্রধানমন্ত্রীর-ছবি-ছাপানোর
......শুধু প্রাথমিক বইতে না বাংলাদেশের যত বই আছে সব বইতেই প্রধান মন্ত্রীর ছবি থাকা উচিত আর শুধু প্রধান মন্ত্রীরই না, প্রধান মন্ত্রীর চৌদ্দ গুষ্টির সহো ছবি থাকা উচিত এবং প্রধান মন্ত্রীর কিছু ইনডিয়ান উওরসুরি ও বংশধরদেরও ছবি থাকা উচিত কারন প্রধান মন্ত্রীর চৌদ্দ গুষ্টি আর তার ইনডিয়ার বংশধর আর উওরসুরি ছাড়া আজ আমরা সোনার সোনার বাংলা পাইতাম না।
...... সেই সাথে জুড় দাবি জানাচ্ছি প্রতিটি শহর/গ্রামে বাসাবাড়ির প্রত্যেক আনাচে-কানাচে, প্রধানমন্ত্রীর ছবি টাংগানু বাধ্যতামূলক করা হুক। লুল...
....মাতাজির ছবি পাশাপাশি জয় বাবাজির ছবি ছাপানো এখন প্রাণের দাবী। জয় মাতাজি!!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭