স্থান: ধানমন্ডি পানসীর
পাশের চায়ের দোকান, সময়:
বিকাল ৫.১৫ টা
স্কুল ড্রেস পরিহিত দুটি মেয়ে
চায়ের দোকানে এসে ইতস্ততা
বোধ করছে এবং কিছু একটার
জন্য একজন আরেকজনকে ধাক্কা
দিচ্ছে। অত:পর একজন গিয়ে
দোকানদারের কাছে গিয়ে
৪টি পলমল সিগারেট চাইলো।
দোকানদার একটি প্যাকেটে
করে সিগারেট দিল এবং
মেয়েটি হাসতে হাসতে বের
হয়ে গেল। মনে হল, এভারেস্ট
পর্বতসম কিছু জয় করেছে।
মেয়েগুলোর বয়স সর্বোচ্চ ১৫/১৬
হবে, হয়তো ৯/১০ এ পড়ে। আমি
সাথে সাথে দোকানদার
মামাকে জিজ্ঞেস করলাম,
মামা এতো বাচ্চা দুটি মেয়ের
হাতে তুমি সিগারেট তুলে
দিলা না বিষ তুলে
দিলা????? মামা আমার
দিকে অবাক হয়ে কতক্ষণ
তাকিয়ে থাকে।
আজ আমাদের সাধারণ মূল্যবোধ
কোথায় গিয়ে ঠেকেছে??
পারিবারিক বা স্কুলের
শিক্ষার কি অর্থ থাকল??
আমরা কি শুধু বিয়ের জন্যই বয়স
নির্ধারণ করব, মরণকাঠি
সেবণের জন্য ও কি বয়স
নির্ধারণ করা উচিত না??
আর কত নতুন ঐশীর জন্য আমরা
অপেক্ষা করব??
এর জন্য কি অনেকাংশে দায়ী
আমরা নিজেরা না????
আমি হলফ করে বলতে পারি,
আজ যদি দোকানদার মামা
সিগারেটটি না দিয়ে মেয়ে
দুটিকে কিছু ভালো কথা হলেও
বলত, মেয়েগুলো পরবর্তীতে
সিগারেট কিনতে যাওয়ার
আগে অন্তত একটিবার হলেও
চিন্তা করত!!!