মানব জীবনটা অনেক বড় একটা
ক্যানভাস। ছোটদের প্রেরনা
দিয়ে কাজের প্রতি,
পড়ালেখার প্রতি,
সৃষ্টিশীলতার প্রতি, স্পৃহা
ইত্যাদির মাধ্যেমে জাগিয়ে
তুলুন। ভালো কিছু বলতে না
পারেন কিংবা
দিকনির্দেশনা দেয়ার
ক্ষেত্রে যদি আপনি দুর্বল হন
তাহলে ছোট ভাই
বেরাদারদের ক্যারিয়ার
পাথওয়েস নিয়ে কথা বলাটা
সমীচীন নয়। এজন্যই বলছি,
কারণ আসেপাশে এমন অনেক
মানুষ আছেন, যাদের কাজ হল
সর্বদা নেগেটিভ কথা বলে
ছোটদের ভবিষ্যতভীতি
জাগিয়ে তোলা। ভালো করে
পড়, ভালো রেসাল্ট থাকা
চায়, ভালো জব করতে হবে,
আজকাল গাড়ি বাড়ি এইসব না
থাকলে চলেই না; সমাজে মুখ
দেখানো দায়। কিন্তু, আপনি
কি একবারও ভেবে দেখেছেন,
ওই ছোট ছেলেটি এইসব কথা
কিভাবে নিচ্ছে, আদৌকি
তার অতটা পরিপক্কতা এসেছে
কথাগুলা স্বাভাবিকভাবে
নেয়ার বরংচ, আপনি তার
ফিউচার অনেক চ্যালেঞ্জিং
করে দিচ্ছেন, তাই নয়কি? বয়স
কোন ফ্যাক্ট না,ফ্যাক্ট হল
আপনি কিভাবে তাদের
সাপোর্ট দিচ্ছেন, আমারও
অনেক ছোট ভাই বেরাদার
আছে যেইখানে কেউই সমবয়সী
না ,কিন্তু দেখলে কেউ বুঝবে
না এইখানে বয়স বলে কিছু
আছে, সবাই ভাই ব্রাদার
,সবাই ফাজিল; হয়ত তাদের
সাথে নিয়মিত আড্ডা হয় না
বাট ফেইসবুক আড্ডাতে আমরা
রং ছড়ায়। ছোটরা ভুল করবেই
হয়তবা কখনো কখনো ভুল
রাস্তাই পৌঁছে দেয়
গন্তব্যস্থান। সময়ই জানে
একমাত্র কি ঠিক কিংবা কি
ভুল। পথ ভুল হোক বা সঠিক,
সবারই জীবনে চলার পথে
একটা কাঁধ দরকার হয় .........
এমনকি যন্ত্রেরও চলতে গ্রিজ
লাগে, তাই আপনার ছোট
ভাইয়ের সাথে সম্পর্কটা
যাতে সাবলীল হয়,সেইদিকে
খেয়াল রাখবেন ।কারণ দিন
শেষে যখন সে কোন ভুল করে
ফেলে; তখন তার পাশে কেউ
নেই ভেবে হয়ত সে হতাশ হবে
আর হতাশ হয়ে যাওয়া
মানুষগুলা মরে না,তবে তাদের
স্বপ্নগুলো মরে যায়, মানবিক
আবেগগুলো মারা যায় ……
অনেক মানুষের মাঝে বসে
থেকেও তারা শূন্য দৃষ্টিতে
ফ্যালফ্যাল করে তাকিয়ে
থাকে অসহায়ের মতো ……
অত:পর আমার বয়সে যারা ছোট
তাদের প্রতি রইলো অনেক
অনেক শুভকামনা,কষ্ট করে
যারা পড়ালেখা করছেন,মনে
রাখবেন মা বাবার আকাশ
ছোঁয়া প্রত্যাশা,ভার্সিটিতে
কোন সাবজেক্ট ড্রপ না হওয়ার
ভয়ে প্রতিদিন সকালে না
খেয়ে দৌড় দেয়া, টাকা
বাঁচাতে পায়ে হেটে
ভার্সিটি থেকে ফেরা, লাঞ্চ
এভয়েড করে বাইরের সিঙ্গাড়া
খাওয়া যত ছোট ভাই বেরাদার
আছেন আপনাদের বলছি, দিন
শেষে এক অজানা আতংকে
ঘুমাতে যাবেন না, এই ভেবে
কাল কি হবে.......ভালো দিন
আসবে, হয়ত সময়ের আগে
নয়তো সময়ের পরে। হতাশ
হওয়া চলবে না ।
সবজায়গাতেই, মুখটি থাকুক
সদা হাঁসি হাঁসি......