আমার ছেলেটাকে নিয়ে বড্ড
চিন্তায় আছি, ভাই ।
দিন দিন কেমন যেন বখে
যাচ্ছে....
আরে ভাই, ভালো অল্পবয়স্ক
একটি মেয়ে দেখে বিয়ে দিয়ে
দেন, দেখবেন সব ঠিক হয়ে
গেছে।
উপরোক্ত ধ্যান ধারণা,
আমাদের সমাজের একটি
দু:খজনক বাস্তবতা আরকি।
আপনি না হয় নিতান্ত
স্বার্থপর এর মত আপনার
ছেলেকে শুধরানোর "বিকল্প
পথ" হিসাবে এমন একটি
একপেশে ডিসিশান নিয়েছেন;
নিতেই পারেন!! বাট মেয়েটির
কি হবে একবার ও কি ভেবে
দেখেছেন। হুম, অবশ্য তাতে
আপনার কি আসে যায়, তাই
না?
অন্যদিকে, ইন্টার লেভেল পরে
কিছু মা-বাবা কেমন যেন
পাগল হয়ে যান মেয়ের বিয়ের
জন্য god knows! আর ছেলে
যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার,
architect কিংবা ব্যাঙ্কার হয়
তাইলে তো আর কোন কথা
নেই। পেশাগত দিক থেকে
হয়তবা সে সফল কিন্তু মানুষ
হিসেবে সে ভালো নাও হতে
পারে। আর ছেলে যদি US, EU
প্রবাসী হয় তাইলে তো মা
বাবা একপায়ে খাড়া। সে
ঐখানে কি করছে সেটা মেইন
না সে ওই দেশে settle সেটাই
মেইন। যাদের এমন হচ্ছে,
তাদের জন্য সমবেদনা কারণ
তাদের অনেক সপ্ন বিনস্ট
হচ্ছে।
-বাংগালী মেয়েদের কি
বিয়ের পরে খুব আরাম হয়?
-না হয়না উল্টা বয়স যত কম হয়
তাদের লাইফটা hell ততো
বেশি হয়।
পেরেন্টসরা হয়ত proudly বলে
বেড়াবে তাদের মেয়ের
জামাইয়ের পেশাগত সফলতা
আর ঐদিকে শত কষ্টে হয়ত
মেয়ে তাদের বলবে "মা" ভাল
আছি!
জীবন অনেক বড় একটা
ক্যানভাস। আপনার জীবন
আপনার সবচেয়ে বড় সম্পদ।
নিজ হাতে জীবন কে গড়ুন;
নিজেকে এমন পর্যায়ে নিয়ে
যান, যাতে "ব্যর্থ" শব্দটা না
থাকে নিজ নিজ
ডিকশানারিতে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩