ছবিঃ গুগল মামা
আমার মনে ছোট্ট বসত জমিটায়
একটা বড় বিল্ডিং এর ফাউন্ডেশন গজিয়েছে
আপনা থেকেই হয়ে গেছে।
কখন কিভাবে হল-
জানা নেই।
শুধু
জানা আছে,
জীবনের খেয়ালি শ্রোতে
ধীরে ধীরে আমার এই এপার্ম্যান্ট উপড়ের দিকে উঠে চলেছে।
তাতে বাসা বেঁধেছে -কী মায়াময় খেয়ালি-মধু চাক
অপরুপ সৌন্দর্য্য আর লবণ্যে - যেন
মাখামাখি।
আাবেগের রসালো মাখমাখতায় বেঁচে থাকে জীবন,
তাই ভাল লাগে-ভালবাসি
জীবনের জন্য নয়; মনের খোরাকী।
খোরাকী মনের আংগিনায় জোনাকীর মত
ঝার বাতি জ্বলে-
জীবনের দূর পথে অন্ধকার দেখি।
দেখি নিভতে যাওয়া জীবনের বাতি।
১. ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪ ০
কবিতার কথা ভালো, তবে অনেক বানান ভুল আছে।