ছবিঃ গুগুল
তুমি চাইলেই শব্দের মাদল বাজাই আমি!!!
অবাক হলাম- শিখা।
তুমি চাইলে শব্দের মাদল বাজাই না,
আমি নিজেই বেজেঁ উঠি,
এক অজানা মাদকতার নেশায়।
তোমার অঙ্গে অঙ্গে নেশার ঘ্রান
শরীরের প্রতিটা ভাজেঁ জ্বলন্ত আগুনের শিখা,
উড়ন্ত চুলে যেন দূরন্ত ঘোড়ার ছুটে চলা।
আমি নিজে তখন ভাষ্কর্য হয়ে থাকা;
এছাড়া আর উপায় কি??
ভাবনার প্রজাপতিদেরত শুধু তোমার আঙ্গিনায় বসবাস
আর -
আমি তো তোমার ভাবনার এক প্রতিচ্ছবি।
স্বপ্নের জীবনে রঙ্গিন ফেনার রংধনু,
সবই তুমি চাইলে।
আমার অস্থিত্তে তুমি জ্বলন্ত শিখা
জলে সুনামির আগ্রাসী ভালবাসা
ধানফুলের পরম মমতায়
আমার নিঃশ্বাসের বেচেঁ থাকার বিশ্বাস।
উৎসর্গঃ কবি শিখা রহমান।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬